নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ইতিমধ্যে রাজ্যে স্যার বা এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিসন) জারি করেছে নির্বাচন কমিশন। আগামী ৪ নভেম্বর থেকে শুরু হবে স্যারের প্রক্রিয়া। নির্ভুল ভোটার তালিকা তৈরির লক্ষ্যেই এই পদক্ষেপ বলে দাবি কমিশনের। তার জন্য ইতিমধ্য়েই বিএলও’দের ট্রেনিংও শুরু হয়েছে পশ্চিম বর্ধমান জেলায়। বিএলওদের এই কাজে সহায়তা করবে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি বা বএলএ বা ব্লক লেভেল এজেন্টরা। তাদেরও প্রশিক্ষণ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
রবিবার দুর্গাপুর নগর নিগমের তথ্য কেন্দ্রে তৃণমূলের বিএলএদের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। যেখানে দুর্গাপুর এক দুই ও তিন নম্বর ব্লকের বিএলএ’রা উপস্থিত ছিলেন। এদিন বিএলএদের প্রশিক্ষণ দেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। এছাড়াও শিবিরে উপস্থিত ছিলেন দুর্গাপুরের এক নম্বর ব্লক তৃণমূলের সভাপতি রাজীব ঘোষ, দু’নম্বর ব্লক তৃণমূলের সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় তিন নম্বর ব্লক তৃণমূলের সভাপতি সিফুল সাহা।
প্রতিটি এলাকায় এলাকায় সহায়তা কেন্দ্র কিভাবে করা হবে এবং সাধারণ ভোটাররা কোন সমস্যাই পড়লে কিভাবে তাদের সাহায্য করতে হবে সে বিষয়ে বিএলএ’দের প্রশিক্ষণ দেওয়া হয়।


















