eaibanglai
Homeএই বাংলায়এসআইআর-এর জন্য পশ্চিম বর্ধমান জেলায় শুরু বিএলও ও বিএলএ ট্রেনিং

এসআইআর-এর জন্য পশ্চিম বর্ধমান জেলায় শুরু বিএলও ও বিএলএ ট্রেনিং

সংবাদদাতা,দুর্গাপুর ও আসানসোলঃ- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশনের জন্য শনিবার থেকে শুরু হল পশ্চিম বর্ধমান জেলায় বিএলও ও বিএলএ ট্রেনিং। প্রসঙ্গত নির্বাচন কমিশন ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে স্যার ( এসআইআর) ঘোষণা করেছে। আগামী ৪ নভেম্বর থেকে গোটা বাংলা জুড়ে এই প্রক্রিয়া শুরু হবে।

এদিন আসানসোল ও দুর্গাপুর দুই মহকুমাতে বিএলএ ও বিএলও ট্রেনিং অনুষ্ঠিত হয়। দুর্গাপুর মহকুমা শাসকের দফতরে আয়োজন করা হয়েছিল বিএলওদের জন্য বিশেষ প্রশিক্ষন শিবির। যেখানে তিনটি স্লটে মোট ৩০৬ জন করে বিএলও কর্মী ট্রেনিংয়ে অংশ নেন। এদিন দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের জন্য বিএলওদের ট্রেনিং দেওয়া হয়। রবিবার হবে দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিএলও ট্রেনিং।

অন্যদিকে এদিন আসানসোলের রবীন্দ্র ভবনে জেলা প্রশাসনের তরফে রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে বিএলএ বা বুথ লেভেল এজেন্টদের জন্য একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। সেখানে বিএলএদের ভূমিকা ও কাজ কি হবে, তা নিয়ে অবহিত করেন আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য ও নির্বাচনী আধিকারিক অনুজ চক্রবর্তী।

পরে এই প্রসঙ্গে মহকুমাশাসক (সদর) বলেন, এই এসআইআর প্রক্রিয়ায় বুথ লেভেল এজেন্ট এবং বুথ লেভেল অফিসার একে অপরের পরিপূরক।সকলকে একজোট হয়ে এই প্রক্রিয়াটি সফল করতে হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments