eaibanglai
Homeএই বাংলায়বিএলও'র সাথে বাড়িতে বাড়িতে তৃণমূল সভাপতি, বিতর্ক

বিএলও’র সাথে বাড়িতে বাড়িতে তৃণমূল সভাপতি, বিতর্ক

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- নির্বাচন কমিশনের পূর্ব ঘোষণা মতোই মঙ্গলবার রাজ্য জুড়ে শুরু হয়েছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ। বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিতরণ করার কাজ শুরু করেছেন কমিশন নিযুক্ত বুথ লেভেল অফিসার বা বিএলওরা। তাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক দলের প্রতিনিধি বুথ লেভেল এজেন্ট। এদিকে দুর্গাপুরের এনুমারেশন ফর্ম বিতরণের প্রথম দিনেই তৃণমূলের দাদাগিগির অভিযোগ। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

এদিন সকাল থেকে দুর্গাপুরের ২৫ নম্বর ওয়ার্ডের ফুলঝোড় ১০০নং বুথে বিএলও রিঙ্কু পোদ্দার বিএলএ মানস বন্দ্যোপাধ্যায় বাড়ি বাড়ি ঘুরে এনুমারেশন ফর্ম দেওয়া শুরু করেন। কিন্তু সাদের সঙ্গী হিসেবে বাড়ি বাড়ি ঘুরতে দেখা যায় ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি বাপ্পা রায়কে। তাকে ভোটার লিস্ট নিয়ে বাড়ি বাড়ি ঘুরতে ভোটারের সাথে কথা বলতে দেখা যায়। যা নিয়ে বির্তক শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

কমিশনের কাজে তৃণমূল নেতা কি করছেন? কেন মাথা ঘামাচ্ছেন? এরকমক নানা প্রশ্ন উঠতে শুরু করে। অবশেষে নিজের ভুল স্বীকার করে নির্বাচন কমিশনের প্রতিনিধিদের সঙ্গ ছাড়েন তৃণমূল নেতা।

অন্যদিকে বিষয়টি নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। তাদের অভিযোগ এভাবেই বিএলওদের ভয় দেখাচ্ছে তৃণমূল নেতারা। বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই এদিন কটাক্ষের সুরে বলেন, “নির্বাচন কমিশন জানিয়েছিল রাজনৈতিক দলের প্রতিনিধিরা বিএলওদের সঙ্গে থাকতে পারে। কিন্তু তৃণমূল নেতা কেন গেল? তবে কি তিনি ভয় দেখাতে গিয়েছিলেন।”

যদিও বিএলও রিঙ্কু পোদ্দার বিষয়টি নিয়ে কোন মন্তব্য করতে চাননা বলে জানিয়ে বলেন, তিনি যেটুকু জানেন তাতে তৃণমূল নেতা বাপ্পা রায়ের বিএলএ টু হিসেবে কমিশনের তালিকায় নাম রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments