eaibanglai
Homeএই বাংলায়১৮তে পা দিয়ে বড় হওয়ার দায়িত্ব কাঁধে তুলে নিল দুর্গাপুরের ঋজু

১৮তে পা দিয়ে বড় হওয়ার দায়িত্ব কাঁধে তুলে নিল দুর্গাপুরের ঋজু

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– তরুণ প্রজন্ম জন্মদিনটি নানাভাবে উদযাপন করেন। বন্ধুবান্ধব, প্রিয় জন-পরিজনের সঙ্গে আনন্দ করে কাটাতে চান বেশিরভাগ তরুণ তরুণীরা। কিন্তু একেবারে অন্যরকম ছবি ধরা পড়ল দুর্গাপুরে। ১৮ বছরের জন্মদিনে বাবার দেখানো পথে রক্ত আন্দোলনে সামিল হয়ে নিজের জন্মদিন পালন করলেন দুর্গাপুরের ঋজু বোস।

বাবা দুর্গাপুরের একজন রক্তদান আন্দোলনের কর্মী সজল বোস। ইতিমধ্যেই প্রায় ৫০ বার রক্তদান করেছেন। বাবার কাছ থেকেই মানুষের সাহায্য়ার্থে মানুষের পাশে দাঁড়ানোর পাঠ নিয়েছেন ঋজু। অপেক্ষা ছিল ১৮ বছরের জন্মদিনের। ১৯শে মার্চ সেই অপেক্ষার অবসান হল। এদিন বাবার দেখানো পথেই মুমুর্ষ মানুষের প্রাণ বাঁচানোর শপথ নিলো সে। এদিন জন্মদিন ছিল সাথী ঘোষাল পরিবারের পাঁচ বছরের ছোট্ট প্রিয়ঙ্কারও। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে বুধবার বসু-ঘোষাল পরিবারের যৌথ উদ্যোগে ও দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিলের সক্রিয় সহযোগিতায় অনুষ্ঠিত হয় এক বিশেষ রক্তদান শিবিরের। দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিলের রক্ত বন্ধু ভবন, দুর্গাপুর -২ আয়োজন করা হয়েছিল এই শিবিরের। যেখানে মোট ২৯ জন রক্তদান করেন। এদের মধ্যে জীবনের প্রথম রক্ত দান করেন ৯জন। দুর্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড সেন্টারের পক্ষ থেকে রক্ত সংগ্রহ করা হয়।

এই মহতি অনুষ্ঠানের সূচনা করেন দুর্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড সেন্টারের এমওআইসি ডাক্তার করবী কুন্ডু। উপস্থিত ছিলেন ফেডারেশন অফ ভলেন্টারি ব্লাড ডোনার্স অর্গানাইজেশনস ওয়েস্ট বেঙ্গল-এর পক্ষ থেকে অম্লান আচার্য, ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স অর্গানাইজেশনস সমন্বয় কমিটি পূর্ব ও পশ্চিম বর্ধমানের সভাপতি দেবাশীষ চক্রবর্তী, রক্তবন্ধু বীরভূমের সভাপতি প্রতিভা গাঙ্গুলি, দুর্গাপুরের বিশিষ্ট সমাজকর্মী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুরের বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মুকুট কান্তি নাহা, দুর্গাপুর লাইন্স ক্লাবের প্রাক্তন সভাপতি শংকর প্রসাদ গুপ্তা, বিশিষ্ট সমাজকর্মী সত্যব্রত সেন, আইটিসি ফরচুন পুষ্পাঞ্জলির ডাইরেক্টর সুরজিৎ ঘোষ, দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিলের সহ-সভাপতি পার্থপ্রতিম গুপ্ত, ডাইরেক্টর অফ এডুকেশন মানস মিত্র, যুগ্ম সম্পাদক এস এস যাদব, পার্থ দাশগুপ্ত আফতাব হোসেন, মিতা গাঙ্গুলী, বাদল রুইদাস সূর্যকান্ত ঘোষ, সুব্রত দাম, সমাজকর্মী প্রসেনজিৎ দত্ত সহ বিশিষ্ট জনেরা।

এই মহতি অনুষ্ঠানে দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিলের হাতে চারটি রক্তদান শিবিরের ক্যাম্প খাট ও কুড়িটি চেয়ার তুলে দেওয়া হয়। পাশাপাশি এদিনের অনুষ্ঠানে উপস্থিত রক্তদাতা সহ উপস্থিত সকল পক্ষকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান বসু পরিবারের পক্ষ থেকে মাধুরী রাণী বসু ও ঘোষাল পরিবারের পক্ষ থেকে দীপঙ্কর ঘোষাল।

দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক সজল বোস জানান, রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে আগামী প্রজন্মের অংশগ্রহণ খুবই প্রয়োজন। তাঁর স্বপ্ন যেন প্রতিটি ঘরে রক্তদাতা তৈরি হয়। তাই ঘর থেকেই এই ভাবনা কার্যকর করতে চেয়েছিলেন তিনি। আর তাঁর ছেলে এই পথে এগিয়ে আসায় স্বাভাবিকভাবেই তিনি খুশি। পাশাপাশি আগামী প্রজন্মকে এই মহতী উদ্যোগে সামিল হওয়ার আহ্বান জানান তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments