eaibanglai
Homeএই বাংলায়প্রয়াত চিকিৎসকের জন্ম ও মৃত্যু দিবসে বিশেষ অনুষ্ঠান

প্রয়াত চিকিৎসকের জন্ম ও মৃত্যু দিবসে বিশেষ অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের মহকুমা হসপিটালের প্রাক্তন সুপার প্রয়াত ডাক্তার মিহির কুমার নন্দীর জন্ম ও মৃত্যু দিবসে রবিবার একাধিক সামাজিক তথা মানবিক সেবা মূলক কর্মসূচির আয়োজন করেছিল বেঙ্গল রুরাল ডাক্তার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। প্রসঙ্গত বেঙ্গল রুরাল ডাক্তার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন ডাঃ নন্দী। তাই বিগত ৬ বছর ধরে এই ৭ সেপ্টেম্বর দিনটি বিশেষভাবে পালন করে আসছে সংগঠনটি।

এদিন বিভিন্ন কর্মসূচির মাঝে দুর্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড সেন্টারে আয়োজন করা হয়েছিল স্বেচ্ছায় রক্তদান শিবির। শিবিরে একজন মহিলা সহ মোট ১৪ জন রক্ত দাতা ও রক্ত দান করেন। দুর্গাপুর মহকুমা হসপিটাল ব্লাড সেন্টার ও দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিলের সহযোগিতায় এই শিবিরটি অনুষ্ঠিত হয়।

প্রথমেই প্রয়াত ডাক্তার মিহির কুমার নন্দীর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন বেঙ্গল রুরাল ডাক্তার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার সুদেন কুমার দাম, সাধারণ সম্পাদক ডাক্তার গৌতম চক্রবর্তী, কোষাধ্যক্ষ ডাক্তার এস এন সমাদ্দার, প্রাক্তন সম্পাদক সুরেশ সিং যাদব। এছাড়াও উপস্থিত সংগঠনের সদস্য রক্তদাতা ও অতিথিবর্গ।

সমস্ত রক্তদাতা ও অতিথিবর্গকে বেঙ্গল রুরাল ডক্টর সোহেল ফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংগঠনের সভাপতি ডাক্তার সুধীন কুমার দাম সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের বর্তমান চেয়ারপার্সন ডাক্তার ছবি নন্দী, ব্লাড সেন্টারের এমও ডাক্তার সোমা মুখার্জি, দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক সজল বোস, সহ-সভাপতি পার্থপ্রতিম গুপ্ত, ডাইরেক্টর অফ এডুকেশন মানস মিত্র, দুর্গাপুর লাইনস ক্লাবের পক্ষ থেকে আফতাব হোসেন সহ বিভিন্ন অতিথিবর্গ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments