eaibanglai
Homeএই বাংলায়রক্তদানের মধ্যে দিয়ে বর্ষবরণ

রক্তদানের মধ্যে দিয়ে বর্ষবরণ

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- মহতী রক্তদানের মধ্যে দিয়ে নতুন বছরকে আহ্বান জানাল দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিল। এদিন দুর্গাপুরের ডিপিএল টাউনশিপের রক্তবন্ধু ভবন কমিউনিটি হলে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

উদ্যোক্তারা জানান বছর শেষে তাদের কাছে খবর আসে দুর্গাপুর মহকুমা ব্লাড সেন্টার রক্তের প্রয়োজন। এরপরই তড়িঘড়ি বছরের শুরুতেই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। তবে উৎসবের মরসুম হওয়ায় ডোনার জোগাড় করতে বেগ পেতে হয়। কারণ এই সময় বর্ষরণের উৎসবে মাতে বেশির ভাগ মানুষ। বিশেষ করে যুব সমাজ। কেউ বন্ধবান্ধবের সঙ্গে পার্টি তো কেউ পরিজনের সঙ্গে পিকনিক। তবে এই পরিস্থিতিতে এগিয়ে আসেন কিছু সমাজ সচেতন মানুষজন। যেমন দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিলের অন্যতম এডভাইজার সাংবাদিক জয়দেব লাহা। দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিলের রক্তরত্ন যিশু গরুঙ্গ, তিনি একজন বিরল গ্রুপের রক্তদাতা। তিনিও এদিন রক্তদানের মধ্য দিয়ে তার বছর শুরু করেন। সকলের সহোযগিতায় বছরের প্রথম দিনটিকে মানুষকে উৎসর্গ করে উদযাপিত করতে সক্ষময় হয় দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিল।

এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন দুর্গাপুর মহাকুমা হসপিটালের ডেপুটি সুপারিনটেনডেন্ট ডাক্তার ইন্দ্রজিৎ মাঝি, এমটি ল্যাব শ্রী সুব্রত খান, কাউন্সিলর উজ্জ্বল ঘড়ুই, দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিলের সহ-সভাপতিপার্থ প্রতিম গুপ্ত, সাধারণ সম্পাদক সজল বোস, ডাইরেক্টর অফ এডুকেশন মানস মিত্র, কার্যকরী সদস্য আফতাব হোসেন সহ বিশিষ্টজনেরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments