eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে ভারতীয় মজদুর সংঘের 'শ্রমিক সম্পর্ক অভিযান' কর্মসূচি

দুর্গাপুরে ভারতীয় মজদুর সংঘের ‘শ্রমিক সম্পর্ক অভিযান’ কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– ভারতীয় মজদুর সংঘের কেন্দ্রীয় নেতৃত্বের ঘোষণা মতো গত ১ ডিসেম্বর থেকে দেশ জুড়ে শুরু হয়েছে ‘শ্রমিক সম্পর্ক অভিযান’ কর্মসূচি। রবিবার ছিল এই কর্মসূচির শেষ দিন। এই কর্মসূচিকে সামনে রেখে এদিন স্টিল টাউনশিপের বিজোনে দুর্গাপুর ঠিকাদার মজদুর সংঘ (ডিটিএমএস ) ডিএসপি ইউনিটের পক্ষ থেকে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। আলোচনার বিষয় ছিল আজকের শ্রমিক সমাজে বিএমএস-এর গুরুত্ব ও কার্যকর্তাদের ভূমিকা।

প্রদীপ প্রজ্জ্বলনের পাশাপাশি ভারত মাতা, বিএমএস-এর প্রতিষ্ঠাতা দত্তপন্থ ঠেংরিজীর ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে এবং ডিটিএমএস (ডিএসপি) ইউনিটের পক্ষ থেকে অতিথিদের উত্তরীয় পরিয়ে,বরণ করে নিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

এদিনের এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ”(আরএসএস)এর বিভাগ সংঘ চালক কমল ভট্টাচার্য ও সহ প্রান্ত কার্যবহ অচ্ছুত হাজরা মহাশয়। বিএমএস-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন অরূপ রায়, মৃন্ময় ব্যানার্জি, মনিকা মুখার্জি সহ অন্যান্যরা।

এদিনের আলোচনা সভার মূল বক্তা ছিলেন মলয় কালী ও ধরম মিশ্র মহাশয়। এছাড়াও বক্তব্য রাখেন অচ্ছুত হাজরা মহাশয়, বিএমএস- এর জেলা সম্পাদক মৃন্ময় ব্যানার্জি ও রাজ্য সদস্যা মনিকা মুখার্জি। অবশেষে ডিটিএমএস ডিএসপি ইউনিটের সম্পাদক মনোজ গুপ্তা আগামী দিনে ইউনিটের কর্মসূচি ঘোষণা করেন। এবং সংগঠনের সভাপতি অরূপ রায় ছোট্ট বক্তব্যর মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন তয়ন সেনগুপ্ত।

এদিনের এই আলোচনা সভায় দুর্গাপুরের বিভিন্ন ইউনিটের কার্যকর্তারা উপস্থিত হয়েছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments