নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরে হয়ে গেল জাতীয় স্তরের বক্সিং টুর্নামেন্ট “সিবিএসই ফার ইস্ট জোন বক্সিং টুর্নামেন্ট ২০২৫”। দুর্গাপুরের পূর্ভ ইন্টারন্যাশনাল স্কুল পরিষরে বসেছিল এই জাতীয় স্তরের খেলার আয়োজন। বৃহস্পতিবার স্কুল ক্যাম্পাসে বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন হয়। তিনদিন ধরে চলা এই প্রতিযেগিতা শনিবার শেষ হল এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে।
এই বক্সিং চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিল ৫টি রাজ্যের (পশ্চিমবঙ্গ, ওড়িশা, অসম, মেঘালয়, ছত্তিশগড়) ৬৫টি সিবিএসই অনুমোদিত স্কুলের ১৪০ জন উদীয়মান বক্সার। অংশ নেওয়া স্কুলগুলির মধ্যে সবচেয়ে বেশি ২৩টি সোনা,১৪টি রুপো ও ১৫টি ব্রোঞ্জ পদক পেয়ে সেরা রাজ্যের স্বীকৃতি অর্জন করে ছত্তিশগড়। এবং দুর্গাপুরের স্কুলগুলির মধ্যে পূর্ভ ইন্টারন্যাশনাল স্কুল ৫টি সোনা, ২টি রুপো পেয়ে সেরা হয়। এছাড়াও দুর্গাপুরের স্কুল গুলির মধ্যে অমৃতা বিদ্যালয়া ২টি সোনা, ২টি ব্রোঞ্জ,গুরু তেগ বাহাদুর পাবলিক স্কুল ১টি সোনা, ডিএভি মডেল স্কুল (শঙ্করপুর) ১টি রুপো, ১টি ব্রোঞ্জ, সেন্ট জেভিয়ার্স হাই স্কুল ১ ব্রোঞ্জ জিতে নেয়।
পূর্ভ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ সুব্রত চট্টোপাধ্যায় জানান, প্রতি বিভাগের প্রথম দুই জয়ী প্রতিযোগী সিবিএসই জাতীয় বক্সিং প্রতিযোগিতায় যোগ দেওয়ার সুযোগ পাবে।
শনিবার পুস্কার বিতরণী অনুষ্ঠানে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব ও প্রধান সিওই সিবিএসই ভূবনেশ্বর থংখোলেট মাটে, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর নগরনিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ার পার্সন অমিতাভ বন্দ্যোপাধ্যায়, বার্নপুর রিভারসাইড স্কুলের ডিরেক্টর ও অধ্যক্ষ সুশীল কুমার সিং প্রমুখ।





