রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান -: পশ্চিম বর্ধমান জেলা ক্রীড়া পরিষদ ও রাজ্য স্কুল ক্রীড়া পরিষদের তত্ত্বাবধানে দুর্গাপুর স্বদেশ সংঘে জেলা স্তরের বক্সিং নির্বাচন ট্রায়াল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন স্কুল থেকে মোট ১২০ জন প্রতিভাবান বক্সার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। কঠোর প্রতিযোগিতার পর ২৮ জন বক্সারকে নির্বাচিত করা হয়। আগামী দিনে এরা কলকাতায় অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ রাজ্য বক্সিং নির্বাচন ট্রায়ালে অংশগ্রহণ করবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী তরুণ বক্সারদের উৎসাহিত করার জন্য আন্তর্জাতিক বক্সিং রেফারি রাজেশ বাসনেট, রাজ্য নির্বাচক নূপুর প্রধান সহ বিভিন্ন স্কুলের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় দর্শকরা উপস্থিত ছিলেন।





