eaibanglai
Homeএই বাংলায়দেশে ফিরলেন বাংলার সেনা জওয়ান, খুশির হাওয়া দুর্গাপুরের শ্বশুরবাড়িতে

দেশে ফিরলেন বাংলার সেনা জওয়ান, খুশির হাওয়া দুর্গাপুরের শ্বশুরবাড়িতে

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– বুধবার সকালে ভারত-পাকিস্তানের আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে পাকিস্তানে আটক থাকা বাংলার বিএসএফ জওয়ানকে ফেরালো ভারতীয় সেনা। আর এই খবর ছড়িয়ে পড়তেই খুশির হাওয়া দুর্গাপুরের ট্রাঙ্করোডে সেনা জওয়ানের শ্বশুরবাড়িতে। অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পরিজনেরা। এই বাড়ির মেয়ে রজনী সাউয়ের সাথে বছর দশেক আগে বিয়ে হয়েছিল হুগলির রিষড়ার বাসিন্দা সেনা জওয়ান পূর্ণম কুমার সাউয়ের।

এদিন সকাল থেকেই আত্মীয় পরিজন ও প্রতিবেশীরা অভিনন্দন জানাতে ভীড় জমিয়েছিলেন দুর্গাপুরের সেনা জওয়ানের শ্বশুরবাড়িতে। অন্যদিকে খুশির এই খবর পেয়েই দীঘার জগন্নাথ ধামের প্রসাদ নিয়ে সেনা জওয়ান শ্বশুরবাড়িতে পৌঁছে যান দুর্গাপুরে ২ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায়। তিনি শ্বশুর শাশুড়ির হাতে প্রসাদ তুলে দেওয়ার পাশাপাশি তাঁদের মিষ্টি মুখ করিয়ে অভিনন্দনও জানান।

প্রসঙ্গত এপ্রিল মাসের ২৩ তারিখ পাঞ্জাবে ভারত-পাক সীমান্তের ফিরোজপুরে অপারেশনালমূলক ডিউটি করছিলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। ভুলবশত পাকিস্তানের সীমানার মধ্যে ঢুকে পড়েছিলেন তিনি। তখনই পাক রেঞ্জার্স তাঁকে আটক করে। বস্তুত, এর আগের দিনই জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিহানায় ২৬ জন নিরাপরাধ মানুষের মৃত্যু হয়। এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে রাজনৈতিক এবং কূটনৈতিক চাপানউতরের সৃষ্টি হয়। পরে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় দুই দেশের মধ্যে। অবশেষে ২০ দিন ধরে পাকিস্তানি সেনার হাতে আটক থাকার পর দেশে ফিরল ভারতের সেনা জওয়ান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments