নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার হলেন দুর্গাপুরের এক ব্যবসায়ী। শনিবার রাতে নাকা চেকিং এর সময় দেড় কুইন্টাল তামা ও আগ্নেয়াস্ত্র সহ তাকে গ্রেপ্তার করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুর থানার পুলিশ। ধৃত ব্যবসায়ীর নাম সুজয় পাল। তিনি কেবু নামেও পরিচিত।
পুলিশ সূত্রে জানা গেছে শনিবার রাতে দুর্গাপুরের গান্ধী মোড় এলাকায় নাকা চেকিং চলছিল। সেই সময় একটি কালো চারচাকা গাড়ি আটক করে তল্লাশি চালাতে গাড়ি থেকে প্রায় দেড় কুইন্টাল তামা উদ্ধার হয়। যার উপযুক্ত নথি দেখাতে পারেননি ব্যবসায়ী সুজয় পাল। এমনকি তাকে তল্লাশি করতেই তার কাছ থেকে একটি পিস্তলও উদ্ধার হয়। এরপরই ব্যবসায়ী সুজয় পালকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি তার গাড়িটিকেও আটক করা হয়।
রবিবার ধৃত ব্যবসায়ীকে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাকে ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। কি কারণে কোথা থেকে এত বিপুল পরিমাণ তামা নিয়ে আসা হচ্ছিল, পিস্তলটিও কি উদ্দেশ্যে কেন রাখা হয়েছিল, এই সমস্ত বিষয়গুলির উত্তর মেলেনি। ধৃতকে হেফাজতে নিয়ে তদন্তে গতি আনতে চাইছে দুর্গাপুর থানার পুলিশ।





