eaibanglai
Homeএই বাংলায়চিকিৎসক দিবস ও জাতীয় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট দিবস উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠান

চিকিৎসক দিবস ও জাতীয় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট দিবস উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর:- আজ জাতীয় চিকিৎসক দিবস। আজকের দিনেই রাজ্যের প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী কিংবদন্তী চিকিৎসক ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিন। আর এই দিনটিতেই ভারতবর্ষের মানুষ পালন করে জাতীয় চিকিৎসব দিবস। স্মরণ করা হয় ডাঃ বিধানচন্দ্র রায়কে।

অন্যদিকে আজকে জাতীয় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট দিবস। আইসিএআই-এর প্রতিষ্ঠার প্রতি শ্রদ্ধা জানাতে ১লা জুলাই জাতীয় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট দিবস পালিত হয় । আইসিএআই হল ভারতের পেশাদার অ্যাকাউন্টিং সংস্থা। এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অ্যাকাউন্টিং সংস্থা। হিসাব নিকাশ সংক্রান্ত বিষয়ে সকলেরই চ্যাটার্ড অ্যাকাউন্ট্যান্টের কথা মনে পড়ে। আজকের দিনটি তাঁদের জন্যই নিবেদিত। এদিন দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড একাউন্ট অফ ইন্ডিয়া দুর্গাপুর ব্রাঞ্চের উদ্যোগে ৭৭ তম চার্টার্ড একাউন্ট দিবস উদযাপিত হল একগুচ্ছ স্বেচ্ছা কর্মযজ্ঞের মাধ্যমে। যার মধ্যে ছিল স্বেচ্ছায় রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির ও মেডিটেশন সংক্রান্ত কর্মশালা।

এদিনের রক্তদান শিবিরে একজন মহিলা সহ মোট ১৭ জন রক্তদাতা রক্ত দান করেন। প্রবল বর্ষণমুখর এই দিনে অনেক রক্তদাতাই শিবিরে উপস্থিত হতে পারেননি। তথাপি ইনস্টিটিউটের অনেক ছাত্র-ছাত্রী প্রথমবার রক্তদান করেন। এদের মধ্যে দুজন জীবনে প্রথমবার রক্তদান করেন। দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিলের পক্ষ থেকে শিবির পরিচালনা করা হয়। রক্ত সংগ্রহ করে বর্ধমান মেডিক্যাল কলেজ হসপিটাল ব্লাড সেন্টার।

এদিনের এই বিশেষ অনুষ্ঠানে দুর্গাপুর ব্লাড ডোনার কাউন্সিলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রক্তদান আন্দোলনের কর্মী তথা সাধারণ সম্পাদক সজল বোস, যুগ্ম সম্পাদক এস এস যাদব, কার্যকরী সদস্য আফতাব হোসেন, মিতা গাঙ্গুলী, সুব্রত দাম সহ বিভিন্ন অতিথিবর্গ। সংস্থার পক্ষ থেকে প্রতিটি রক্তদাতা ও অতিথিবর্গকে উপহারস্বরূপ চারা গাছ ও শংসাপত্র প্রদান করা হয়। সংস্থার পক্ষ থেকে আধিকারিক দীপক মুখার্জি সকল রক্তদাতা, অতিথিবর্গ মেডিক্যাল টিম সহ উপস্থিত সকলকে শুভেচ্ছা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অন্যদিকে দুর্গাপুরের একটি বেসরকারি হসপিটালের পক্ষ থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল।

সব মিলিয়ে এদিনের এই অনুষ্ঠানকে ঘিরে উপস্থিত সকলের উচ্ছ্বাস ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments