নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– জাতীয় সড়কে দাউ দাউ করে জ্বলে উঠল চার চাকা গাড়ি। থমকে গেল যাতায়াত। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় দুর্গাপুরের কাদারোড সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়কে। যদিও দুর্ঘটনার জেরে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি চার চাকার গাড়ি দুর্গাপুরের দিক থেকে আসানসোলের দিকে যাচ্ছিল। গাড়িটি সার্ভিসিং করানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। হঠাৎই গাড়িটিতে অগ্নিসংযোগ ঘটে। আগুনের তীব্রতা এতটাই ছিল কিছুক্ষণের মধ্যেই পুরো গাড়িটি জ্বলে নষ্ট হয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন এবং দমকল বাহিনীর বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে কিভাবে গাড়িতে আগুন লাগল তা জানা যায়নি। দমকলের এক আধিকারিক রাজীব ঘটক জানান,শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। যদিও গাড়ির মালিক কোনো মন্তব্য করতে চাননি।
অন্যদিকে আগুন নিয়ন্ত্রণে আসার পর দুর্গাপুর থানার পুলিশ ও ট্রাফিক গার্ডের তৎপরতাই স্বাভাবিক হয় যান চলাচল।





