নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– বেনাচিতি বাজারে বিহারের নম্বর প্লেট লাগানো গাড়ি দাঁড় করিয়ে উধাও চালক। শোরগোল এলাকায়। কেন গাড়িটি বাজারের মধ্যে দাঁড় করানো হল? কেনই বা চালকউধাও হয়ে গেল? এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মধ্যে।
ঘটনাসূত্রে জানা যায় শনিবার সন্ধ্যায় এক ব্যক্তি এই এলাকায় চার চাকা গাড়িটি থামায়। তাকে গাড়ি সরানোর জন্য বলা হলে ওই ব্যক্তি বলেন তিনি বাজারে যাচ্ছেন। এই বলে হাতে একটি ব্যাগ নিয়ে তিনি বাজারের দিকে চলে যান। প্রত্যক্ষদর্শীদের দাবি ওই ব্য়ক্তি কালো জামা পড়েছিলেন । তারপর থেকেই গাড়িটি দাঁড়িয়ে রয়েছে। এদিকে রবিবারেও দেখা মেলেনি ওই গাড়ির চালকের।
এভাবে গাড়িটি দাঁড়িয়ে থাকায় অনেকে প্রশ্ন তুলেছেন কোনো অপরাধ ঘটিয়ে গাড়িটি এখানে ফেলে যাওয়া হয়নিতো? রবিবার সকালে বিষয়টি জানানো হয় দুর্গাপুর থানার পুলিশকে। কি কারনে কেন এই গাড়িটি বাজারে রাখা হয়েছে, কালো জামা পড়া ব্যক্তিই বা কে? এইসব বিষয়গুলি খতিয়ে দেখছে পুলিশ।





