eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীতে পরিবর্তন

দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীতে পরিবর্তন

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীতে পরিবর্তন। এদিন পুর ও নগরোন্নয়ন দপ্তর বিজ্ঞপ্তি জারি করে দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর তালিকা প্রকাশ করে। তাতে দেখা যায় প্রশাসক মন্ডলীর চেয়ার পার্সনের পদ অপরিবর্তিত রাখা হয়েছে। অর্থাৎ অনিন্দিতা মুখোপাধ্যায়ের উপরই যে রাজ্য সরকার আস্থা রেখেছে তা বলাই বাহুল্য। তবে বদল আনা হয়েছে ভাইস চেয়ারম্যান পদে। অমিতাভ বন্দ্যোপাধ্যায়কে ভাইস চেয়ারম্যান থেকে সরিয়ে প্রশাসক মন্ডলীর সদস্য করা হয়েছে। অন্যদিকে ধর্মেন্দ্র যাদবকে প্রশাসক মন্ডলীর সদস্য থেকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে। এর পাশাপাশি দীপঙ্কর লাহা ও রাখি তিওয়ারিকে সদস্য পদেই রাখা হয়েছে।

এদিন নতুন নতুন পদ পেয়ে ধর্মেন্দ্র যাদব বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী আমার ওপর আস্থা রেখেছে সেই জন্য অসংখ্য ধন্যবাদ। আমি প্রশাসক মন্ডলীর সবাইকে নিয়ে দুর্গাপুরের উন্নয়ন করে যাওয়ার চেষ্টা করবো।”

প্রসঙ্গতঃ, ২০১৮ সালে দুর্গাপুর নগর নিগমের পুর বোর্ডের মেয়াদ শেষ হয়। তারপর থেকে পুর ভোট করা হয়নি। ৫ সদস্যের প্রশাসক মন্ডলী গঠন করে দুর্গাপুর নগর নিগম চালানো হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments