নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরে শুরু হতে চলেছে ৫১ তম জাতীয় মহিলা দাবা প্রতিযোগিতা ২০২৫। আগামীকাল বুধবার সিটিসেন্টারের সিধু কানহো স্টেডিয়ামে উদ্বোধন হবে এই প্রতিযোগিতার। সারা বাংলা দাবা সংস্থার উদ্যোগে জাতীয় স্তরের এই দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এই বিষয়ে মঙ্গলবার সারা বাংলা দাবা সংস্থার তরফে একটি সাংবাদিক সম্মেলন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন গ্র্যান্ড মাস্টার তথা সারা বাংলা দাবা সংস্থার সভাপতি দিব্যেন্দু বড়ুয়া, গ্র্যান্ড মাস্টার মেরিয়ম গোমস, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান কবি দত্ত, পশ্চিম বর্ধমান দাবা সংস্থার সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় প্রমুখ।
উদ্যোক্তাদের তরফে জানানো হয়, এই প্রতিযোগিতায় মোট ২৪ টি রাজ্যের ১৪৭ জন প্রতিযোগী অংশগ্রহন করবে। যার মধ্যে থাকছেন ৭ জন মহিলা গ্র্যান্ডমাস্টার। এছাড়াও খেতাব প্রাপ্ত খেলোয়াড় থাকবেন ১৪ জন । প্রতিযোগীতার মোট পুরষ্কার মূল্য ৩০ লক্ষ টাকা।
জাতীয় স্তরের এত বড় পর্যারে দাবা প্রতিযেগিতা শহরের বুকে এই প্রথম বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

















