eaibanglai
Homeএই বাংলায়ছট পুজোর আগে প্রশাসনিক তৎপরতা, ঘাট পরিদর্শন

ছট পুজোর আগে প্রশাসনিক তৎপরতা, ঘাট পরিদর্শন

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দিন দুই বাদেই পালিত হবে ছট উৎসব। দেশের বিভিন্ন প্রান্তের মতো শিল্পাঞ্চল দুর্গাপুরেও মহা সমারোহে পালিত হয় ছট উৎসব। আর এই উৎসবকে ঘিরে ইতিমধ্যেই শহরে শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা। শনিবার বিকেলে দুর্গাপুরের কুমার মঙ্গলাম পার্কে ছট ঘাট পরিদর্শন করলেন জেলাশাসক পন্নামবলাম এস, মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন নগরু নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম, প্রশাসক মন্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদব, দুর্গাপুর ইস্পাত কারখানার আধিকারিকরা এবং সমাজসেবী পঙ্কজ রায় সরকার।

প্রসঙ্গত শহরের গুরুত্বপূর্ণ ছটঘাটগুলির মধ্যে অন্যতম স্টিল টাউনশিপের কুমার মঙ্গলাম পার্কের জলাশয়। প্রতিবছর পুণ্য ছট পুজো উপলক্ষ্যে এই ঘাটে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে। প্রশাসন সূত্রে খবর এবছর প্রায় ১০হাজার মানুষের সমাগমের সম্ভাবনা রয়েছে। এখানে ছট পুজোর পরিচালনা করে দুর্গাপুর ইস্পাত নগরী ছট পুজো সেবা সমিতি। এবছর পার্কের জলাশয়ে ৮০০ টি ঘাট করা হয়েছে বাঁশের ব্যারিকেট করে। ভক্তসমাগমের কথা মাথায় রেখে প্রতি ঘাটে তৈরি করা হয়েছে অস্থায়ী শৌচালয়। যে কোন রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশি নজরদারির পাশাপাশি ড্রোনের মাধ্যমে এবং সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানোর ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও জলাশয়ে বিশেষ নজরদারি চালাবে বিপর্যয় মোকাবেলা দপ্তর।

এদিন জেলাশাসক পন্নামবলাম এস বলেন, “প্রতিবছরের মতো এবারও ছটপুজো উপলক্ষ্যে প্রশাসন সরবকমভাবে প্রস্তুত। কোন দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য আমরা একাধিক পদক্ষেপ গ্রহণ করেছি। আজ সেগুলি খতিয়ে দেখলাম।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments