সন্তোষ কুমার মণ্ডল,দুর্গাপুরঃ- মোবাইলের প্রলোভন দেখিয়ে শিশু অপহরণের চেষ্টা রুখে দিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের মুচিপাড়া ট্র্যাফিক গার্ডের ডিউটিরত সতর্ক এক নাগরিক স্বেচ্ছাসেবক।
ঘটনা সূত্রে জানা গেছে গত ১৩ তারিখ বিকেল ৪ টা নাগাদ এসবি মোড়ের কাছে পেট্রোল পাম্পে একটি শিশুকে কাঁদতে দেখে সন্দেহ হয় মুচিপাড়া ট্র্যাফিক গার্ডের নাগরিক স্বেচ্ছাসেবক স্বপন পরনামিকের। শিশুটিকে জিজ্ঞেস করে তিনি জানতে পারেন একজন অজানা-অচেনা ব্যক্তি শিশুটিকে মোবাইল ফোনের প্রলোভন দেখিয়ে তাকে ডেকে এনেছে । শিশুটি জানায় তাকে দাঁড় করিয়ে রেখে ওই ব্যক্তি হরলিক্স কিনতে গেছে। এরপরই শিশুটিকে নিজ হেফাজতে নিয়ে মুচিপাড়া টিজি উপ-পরিদর্শক সতীনাথ শীলকে ঘটনাটি জানান স্বপন। ঘটনাটি জানতে পেরে তৎপরতার সঙ্গে এএসআই সঞ্জয় প্রকাশ ওঝা এবং মুচিপাড়া টিজির কনস্টেবল মোঃ মফিজুদ্দিন খানের সহায়তায় শিশুটিকে উদ্ধার করেন টিজি উপ-পরিদর্শক সতীনাথ শীল। শিশুটিকে নিরাপদ হেফাজতে রেখে বিভিন্ন সূত্র মারফত শিশুটির বাবা মায়ের খোঁজ শুরু করেন তিনি। অবশেষে তাদের খোঁজ মেলে। জানা যায় তারা দুর্গাপুরের ডেয়ারি মোড়ের বাসিন্দা-অক্ষয় ঠাকুর এবং কল্পনা দেবী। মুচিপাড়া টিজিতে তাদের ডেকে আনা হয়। বাবা-মা ও শিশু একে অপরকে শনাক্ত করলে,সমস্ত আইনি প্রক্রিয়া অনুসরণ করে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে শিশুটিকে তার বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হয়।
টাফ্রিক গার্ড তথা নাগরিক স্বেচ্ছাসেবকের সতর্কতা ও তৎপরতার প্রশংসা করছেন স্থানীয়রা। অন্যদিকে শিশু অপহরণের প্রচেষ্টার ঘটনায় উদ্বেগও প্রকাশ করেছেন অনেকে।