নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- শিশুদের জন্য একটা দিন, শিশুদিবস। কারণ ওরাই দেশের ভবিষ্যৎ। প্রতিবছর ১৪ নভেম্বর স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুরু জন্মদিনে আমাদের দেশে শিশুদিবস পালিত হয়। সব মিলিয়ে শিশু দিবস পুরোপুরি শিশুদের দিন। এদিন শিশুদের সুরক্ষা, অধিকার সম্পর্কে মানুষকে আরও সচেতন করার চেষ্টা করা হয়। শিশুরা যাতে সঠিক শিক্ষা, সংস্কৃতিতে বড় হয়ে উঠতে পারে সেই সচেতনার পাঠ দেওয়া হয়। পাশাপাশি তুলে ধরা হয় শিশুদের সঠিক পুষ্টির প্রয়োজনীয়তার কথা।
শুক্রবার দুর্গাপুরের বিধাননগর পুলিশ ফাঁড়ির উদ্যোগে শিশু দিবস উপলক্ষে এক বিশেষ উদ্যোগ নেওয়া হয়। মুচিপাড়া কুসুম তলা প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মধ্যে এদিন চকলেট ও উপহার বিতরণ করেন পুলিশ কর্মীরা। স্কুলের শিক্ষক শিক্ষিকা পড়ুয়া ও পুলিশ কর্মী অধিকারিক সকলে মিলে দিনটি উদযাপন করেন।
বিধাননগর পুলিশ ফাঁড়ির আধিকারিক মিহির দে জানান, দেশের ভবিষ্যৎ গঠনে শিশুরাই একদিন কাণ্ডারি হয়ে উঠবে। ওরাই দেশের ভবিষ্যৎ। তাই শিশুদের সুষ্ঠু সঠিক পরিচর্চা খুবই জরুরি। তাই শিশুদের এই বিশেষ দিনে ওদের আনন্দ দেওয়ার চেষ্টা করা হল।


















