নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– বিক্ষোভ করা নিয়ে বেসরকারি কারখানার গেটের সামনে বচসা ও হাতাহাতিতে জড়াল বাম ও তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মী সমর্থকরা। ঘটনাকে কেন্দ্র করে এদিন সাময়িক উত্তেজনার তৈরি হয় দুর্গাপুরের নিউটাউনশিপ থানার ইন্দো-আমেরিকান মোড় এলাকার বেসরকারি এক ইস্পাত কারাখানার গেটের সামনে। যদিও নিউ টাউনশিপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।
বাম শ্রমিক সংগঠন সিটু’র কর্মী সমর্থকরা জানান ২০১৯ সালে ওই বেসরকারি কারখানার একটি ইউনিট বন্ধ হয়ে ১২৬ জন শ্রমিক কর্ম হারা হন। তাদের মধ্যে অনেকের মজুরিও বকেয়া রয়েছে। এমনকি কারখানার অন্য ইউনিটের বহু শ্রমিক ইএসআই, পিএফ-এর সুবিধা থেকে বঞ্চিত।কর্মহারা শ্রমিকদের পুর্ণবহাল, বকেয়া প্রদান ও ইএসআই, পিএফ-এর দাবিতে এদিন তারা কারখানার গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করছিলেন। সেই সময় তৃণমূল শ্রমিক সংগঠনের (আইএনটিটিইউসি) কর্মী সমর্থকরা আচমকা তাদের উপর চড়াও হয়।
সিটু নেতা সিদ্ধার্থ বসুর অভিযোগ শ্রমিকদের সমস্যা সহ একাধিক দাবি নিয়ে রাজ্য জুড়ে তাদের যেমন আন্দোলন চলে এদিন সেরকমই বিক্ষোভ আন্দোলন চলছিল। কিন্তু তৃণমূলের শ্রমিক সংগঠনের কর্মী সমর্থকরা তাদের বাধা দেয়। যদিও এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন আইএনটিটিইউসি নেতা বিষ্টু পাল। তিনি দাবি করেন কোথাও কোনো অশান্তি হয়নি। সিটু’র কর্মী সমর্থকরা কারখানার গেট আটকে বিক্ষোভ করছিল, তাদের পাশে সরে গিয়ে বিক্ষোভ করার জন্য বলা হয়েছে।
অন্যদিকে নিউটাউনশিপ থানার পুলিশ গিয়ে দুপক্ষকে শান্ত করলে, পরে সিপিএম কর্মী সমর্থকরা তাদের দাবি নিয়ে কারখানার গেটের সামনে পুনরায় সভা শুরু করে।





