নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুরের ঐতহ্যবাসী ও বড় পুজগুলির মধ্যে অন্যতম বিধানগরের ক্লাব সেন্টোসের পুজো। প্রতিবছর মণ্ডপ সজ্জা, থিম, প্রতিমা ও আলোক সজ্জায় নতুন নতুন চিন্তা ভাবনা নজর কাড়ে দর্শকদের। এবার ৫৫ বছর বর্ষে পদার্পণ করলো ক্লাব সেন্টোসের পুজো। ৫৫ বছর বর্ষে “উড়তে মোদের মানা” থিমে চমক এনেছে ক্লাব সেন্টোস। এ বছরে তাদের পুজোর বাজেট ৩০ লক্ষ টাকা।
মণ্ডপ জুড়ে গড়ে তোলা হয়েছে বিশালাকার পাখি ও তার বাসা। এছাড়া ছোট ছোট মাটির হাড়ি যা পাখির বাসার প্রতীকি, দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ। প্রতিমা থিমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

থিম নিয়ে উদ্যোক্তারা জানান, শহরের আকাশে বা বাড়ির আশে পাশে আর আগের মতো পাখির দেখা মেলে না। বিদ্যুদের তার ও মোবাইলের টাওয়ারের দৌরাত্ম্যে পাখি হারিয়ে যাচ্ছে। তার সঙ্গে বইয়ের ভার ও আর মোবাইলের আসক্তিতে ছোটদের শৈশবও হারিয়ে যাচ্ছে। এই বিষয়গুলি চিন্তাভাবনা করেই “উড়তে মোদের মানা” থিম বেছে নেওয়া হয়েছে।




