eaibanglai
Homeএই বাংলায়শিশু সুরক্ষা নিয়ে দুর্গাপুরে অনুষ্ঠিত হল উচ্চস্তরের প্রশাসনিক বৈঠক

শিশু সুরক্ষা নিয়ে দুর্গাপুরে অনুষ্ঠিত হল উচ্চস্তরের প্রশাসনিক বৈঠক

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দপ্তরের সহযোগিতায় এবং কলকাতা হাইকোর্টের জুভেনাইল জাস্টিস কমিটির তত্ত্বাবধানে দুর্গাপুর মহকুমা শাসক ভবনে অনুষ্ঠিত হল ক্লাস্টার–ভি বৈঠক। যেখানে অংশ নিয়েছিল চারটি জেলা- পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও হুগলি।

বৈঠকে শিশুদের ন্যায়বিচার, অধিকার, সুরক্ষা, পুনর্বাসন ও কল্যাণমূলক পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষভাবে বাল্যবিবাহ এবং শিশুশ্রম রোধের বিষয়েও গুরুত্ব আরোপ করা হয়। বাল্যবিবাহ ও শিশুশ্রম রুখতে এবং শিশুদের সুরক্ষিত রাখতে গাইডলাইন বেঁধে দেয় জুভেনাইল জাস্টিস কমিটি। এছাড়াও বৈঠকে অংশগ্রহণকারীদের মধ্যে প্রশাসন ও আদালতের মধ্যে সমন্বয় বাড়ানো এবং শিশু সুরক্ষা কমিটি ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যৌথভাবে দ্রুত ও কার্যকরী পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তাও উঠে আসে।

বৈঠক শেষে পশ্চিম বর্ধমান জেলার অতিরিক্ত জেলা শাসক (সমাজকল্যাণ) বলেন, “শিশুদের সুরক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বাল্যবিবাহ এবং শিশুশ্রম রুখতেও বৈঠকে বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতিরা জেলা আদালতের বিচারকদের এবং প্রশাসনিক কর্মকর্তাদের এ বিষয়ে একাধিক নির্দেশনা ও পরামর্শ দিয়েছেন।”

বৈঠকে উপস্থিত হয়েছিল জুভেনাইল জাস্টিস কমিটির চেয়ারপার্সেন শম্পা রায়, সদস্য অমৃতা সিনহা ও স্মিতা দাস দে। এছাড়াও অংশগ্রহণ করেছিলেন পশ্চিম ও পূর্ব বর্ধমান, বীরভূম ও হুগলি জেলার জেলা ও অতিরিক্ত জেলা বিচারক এবং মহকুমা আদালতের বিচারকরা।

এদিনের এই বৈঠক ঘিরে কঠোর প্রশাসনিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল । প্রশাসনিক ভবনের প্রবেশদ্বার থেকে ভেতরের প্রতিটি প্রান্তে পুলিশি টহল ও বাড়তি নজরদারি ছিল চোখে পড়ার মতো।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments