নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ভারত সরকারের যুব কল্যান ও ক্রীড়া দপ্তরের অধীনস্ত নেহেরু যুব কেন্দ্র দুর্গাপুরের উদ্যোগে স্বামী বিবেকানন্দের জন্মদিন উদযাপন উপলক্ষে বিপুল উদ্দীপনা সহকারে ১২-১৪ জানুয়ারী ২০২৫ দু’দিন ব্যাপী জাতীয় যুব সপ্তাহ উদযাপন হল। যেখানে নানা ক্রীড়া কর্মসূচীর আয়োজন করা হয়েছিল।
এই কর্মসূচিতে লাউদোহার স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রয়াসে’র সহযোগিতায় বিধানচন্দ্র ক্লাব ফুটবল ময়দানে আয়োজন করা হয় ক্লাস্টার ব্লক স্পোর্টস মিটের। যেখানে বিভিন্ন স্পোর্টস ইভেন্টে দুর্গাপুর – ফরিদপুর , অন্ডাল ও পান্ডেবেশ্বর ব্লক এলাকার ১৪৫ জন যুবক যুবতী অংশগ্রহণ করে । শুরুতেই মার্চ পাস্টের মাধ্যমে মাঠ পরিক্রমা করেন সকল প্রতিযোগীরা। মার্চ পাস্টের অভিবাদন গ্রহণ করেন লাউদোহা কালী তারা বিজয় ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক তপন কবিরাজ ও ‘প্রয়াস’ লাউদোহার সম্পাদক প্রবীর ঘোষ।
মহিলাদের ২০০ মিটার দৌড় , ব্যাডমিন্টন, পুরুষ বিভাগে লংজাম্প ও স্লো সাইকেল রেস উৎসাহ ও উদ্দীপনার সাথে উপভোগ করেন উপস্থিত দর্শকরা। ফুটবল খেলার ফাইনাল ম্যাচে বিজয়ী হয় উখরা ফুটবল অ্যাকাডেমির ফুটবল দল। প্রতিটি বিভাগে প্রথম , দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এই ইভেন্টে যারা যারা প্রথম স্থান অধিকার করেছেন তারা জেলা পর্যায়ের খেলায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
অন্যদিকে দুর্গাপুর ভলিবল অ্যাকাডেমির মাঠে ভলিবল ( মহিলা )এর চূড়ান্ত পর্যায়ের খেলায় জহর নবোদয় বনাম দুর্গাপুর ভলিবল অ্যাকাডেমির খেলা হয় এবং দুর্গাপুর ভলিবল অ্যাকাডেমি জয়লাভ করে। তারা জেলা স্তরের খেলায় অংশগ্রহণ করবেন। এদিন জয়ী ও রানার -আপ দুটি দলের হাতে ট্রফি ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।