নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- আগামী বছরে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বছর শেষে জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বাঁকুড়ায় তাঁর একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।
এদিকে বাঁকুড়া যাওয়ার আগে সোমবার দুর্গাপুরে রাত্রিযাপন করবেন তিনি। সোমবার বিকেল নাগাদ শিল্পশহরে পা রাখবেন তিনি এবং থাকবেন রাজ্য সরকারের ‘সৃষ্টান্ন’ সার্কিট হাউসে। তাই এদিন সৃষ্টান্ন সার্কিট হাউস কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। সার্কিট হাউস ঘিরে সকাল থেকেই সাজো সাজো রব।
অন্যদিকে মুখ্যমন্ত্রীর আগমন উপলক্ষ্যে সোমবার দুপুর থেকেই পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন এবং আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা তৎপর হয়ে উঠেছেন। নিরাপত্তা ব্যবস্থা ও সার্কিট হাউসের প্রস্তুতি খতিয়ে দেখেছেন পুলিশ কমিশনার ও জেলাশাসকের নেতৃত্বাধীন বিশেষ দল। দুর্গাপুর শহরজুড়ে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। গুরুত্বপূর্ণ রাস্তা ও মোড়গুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।
মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী দুর্গাপুরের সার্কিট হাউস থেকে বাঁকুড়ার উদ্দেশে রওনা দেবেন। সেখানে দুপুর ১২টা নাগাদ বড়জোড়ার বীরসিংহ ময়দানে জনসভায় যোগ দেওয়ার কথা।

















