eaibanglai
Homeএই বাংলায়কোকওভেন থানার ‘ফিরে পাওয়া’ অনুষ্ঠানে বস্ত্রদান

কোকওভেন থানার ‘ফিরে পাওয়া’ অনুষ্ঠানে বস্ত্রদান

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- সামনেই পুজো, বাঙালির সেরা উৎসব। সারা বছর আট থেকে আশি অপেক্ষা করে নতুন জামা পড়ে প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখার জন্য। কিন্তু সমাজে এমন বহু প্রান্তিক মানুষ থাকেন যাদের কাছে নতুন জামা,নতুন শাড়ি পড়ে ঠাকুর দেখা স্বপ্ন। এইসব প্রান্তিক মানুষের কথা ভেবেই বিশেষ উদ্যোগ নিল কোকওভেন থানা। এলাকার আর্থিকভাবে পিছিয়ে থাকা মহিলাদের হাতে শাড়ি উপহার তুলে দিলেন পুলিশ কর্মীরা।

প্রসঙ্গত, কোকওভেন থানার ওসি মইনুল হকের নেতৃত্বে এবং সাইবার সেলের তৎপরতায় পুজোর আগেই প্রায় ৫০টি চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার হয়। মঙ্গলবার ‘ফিরে পাওয়া’ অনুষ্ঠানে সেইসব ফোনগুলি মালিকদের হাতে তুলে দেওয়া হল। তার পাশাপাশি ব্যবস্থা করা হয়েছিল বস্ত্র বিতারণেরও। ফোন ফিরে পেয়ে স্বভাবতই খুশি ফোনের মালিকেরা। তার সঙ্গে পুজোর উপহার হিসেবে বস্ত্র বিতরণ ‘ফিরে পাওয়া’ অনুষ্ঠানকে নতুন মাত্রা দিয়েছিল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডেপুটি কমিশনার (পূর্ব) অভিষেক গুপ্তা, এসিপি দুর্গাপুর সুবীর রায় সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা। ডিসি অভিষেক গুপ্তা এদিন জানান, “ধারাবাহিক অভিযানেই এই সাফল্য। ফের ৫০টি মোবাইল উদ্ধার সম্ভব হয়েছে। প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিতে পেরে আমরা গর্বিত।” পাশাপাশি বস্ত্র বিতরণ নিয়ে বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সব সময় গরিব মানুষের পাশে থাকেন, আমরাও সেই পথ অনুসরণ করে দুস্থ মহিলাদের হাতে শাড়ি তুলে দিলাম।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments