eaibanglai
Homeএই বাংলায়কোকওভেন থানার পুলিশের বিশেষ সাফল্য

কোকওভেন থানার পুলিশের বিশেষ সাফল্য

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- একটি বেসরকারি সংস্থার বৈদ্যুতিক সামগ্রী চুরির ঘটনায় বড়সড় সাফল্য পেল কোক ওভেন থানার পুলিশ। ঘটনায় তিন জনকে গ্রেফতারের পাশাপাশি হাওড়া থেকে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। যার বাজার মূল্য প্রায় ১২ লক্ষ টাকা।

জানা গেছে চলতি মাসের ১২ তারিখ কোকওভানে থানার নারায়ানপুর এলাকা থেকে এমএস স্টার পাওয়ার কর্পোরেশনের ইলেকট্রিক্যাল ম্যাটেরিয়াল (11 KV UG cable drum ) চুরি য়ায়। ওই কেবিল WBSEDCL এর কাজে লাগানো হচ্ছিল। গত ২১ তারিখ সংস্থার পক্ষ থেকে চুরির অভিযোগ দায়ের করা হলে থানার সাব ইন্সপেক্টর রিন্টু মাহাতোর নেতৃত্বে তদন্ত শুরু হয়। তদন্তে নেমে নীতিশ কুমার যাদব নামে এক গাড়ির চালককে গ্রেফতার করে হেফাজতে নেয় পুলিশ। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে নীতিশ গাড়িতে করে চুরি যাওয়া সামগ্রী হাওড়ার মালিপাঁচঘড়ায় নিয়ে গিয়ে বিক্রি করে। এরপর নীতিশকে সঙ্গে নিয়ে হাওড়ায় অভিযান চালিয়ে রিতেশ প্রতাপ সিং নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে সঙ্গে নিয়ে গতকাল হাওড়ার মালিপাঁচঘড়ায় অভিযান চালিয়ে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করে পুলিশ। সোমবার ধৃত প্রতাপ সিংকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

কোকওভেন পুলিশ থানার এই সফলতায় ও চুরি যাওয়া সামগ্রী ফিরে পেয়ে স্বভাবতই খুশি বেসরকারি কারখানা কর্তৃপক্ষ। পাশাপাশি পুলিশের এই সফলতায় খুশি এলাকার মানুষও।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments