নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- চুরি যাওয়া, ছিনতাই হওয়া, হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারে নেমে বড়সড় সাফল্য পেল দুর্গাপুরের কোকওভেন থানার পুলিশ। গত কয়েক বছরে কোকওভেন থানার বিভিন্ন এলাকায় মোবাইল ফোন চুরি, ছানিতাই যাওয়া নিয়ে অভিযোগ দায়ের হয়েছিল। সেই সব অভিযোগের তদন্তে নেমে জেলার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক মোবাইল ফোন উদ্ধার করে প্রাপকদের হাতে তুলে দিল পুলিশ। পাশাপাশি সাইবার প্রতারণার তদন্তে নেমে প্রায় ৭০ হাজার টাকা উদ্ধার করে তা ফিরিয়ে দেওয়া হয় প্রতারণার শিকার হওয়া ব্যক্তিদের হাতে।
ফোন ও টাকা ফিরিয়ে দেওয়ার জন্য এদিন কোকওভেন থানায় ‘ফিরে পাওয়া’ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। যেখানে ১০২টি মোবাইল ফোন প্রাপকদের হাতি তুলে দেওয়া হয়। পাশাপাশি সাইবার প্রতারণায় খোয়ানো ৫৪হাজার, ৫হাজার, ৪হাজার ও ৫০০হাজার টাকার চেক সংশ্লিষ্ট ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয়।
এদিনের পুলিশের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (দুর্গাপুর) সুবীর রায় সিআই (কাঁকসা বুদবুদ) বিকদর সান্যাল, কোকওভেন থানার ওসি মইনুল হক সহ অন্যান্য পুলিশ কর্মীরা।
এদিন এসিপি (দুর্গাপুর) সুবীর রায় বলেন, দুষ্কৃতীরা মোবাইল চুরি করে, পরে সেই মোবাইল দিয়ে সাইবার প্রতারণা করছে। যার জেরে প্রতারণা চক্র বেড়ে চলেছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সমস্ত থানার পুলিশ কর্মী আধিকারিকরা অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করছে এই সব প্রতারণা চক্র রুখতে। তবে সাইবার প্রতারণা রুখতে সাধারাণ মানুষকেও সচেতন হওয়ার বার্তা দেন তিনি।





