নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- মঙ্গলবার দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হলো রোড আর্ট কম্পিটিশন। প্রতিবছর বসন্ত উৎসবের প্রাক্কালে এই রোড আর্ট কম্পিটিশনের আয়োজ করা হয়ে থাকে। এবছর রোড আর্ট কম্পিটিশনের ষষ্ঠতম বর্ষ।
এবছরের এই কম্পিটিশনে কলেজের ১৭টি বিভাগ সহ এনসিসি ও এনএসএস বিভাগের প্রায় ২০০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছিল। সৌন্দর্য পরিচ্ছন্নতা ও অভিনবত্বের বিচারে পুরস্কৃত করা হয় জয়ীদের।
কলেজের তৃণমূল ছাত্রনেতা শুভজ্যোতি মজুমদার জানান, পড়াশুনার বাইরে ছাত্র-ছাত্রীদের শিল্পসত্ত্বার বহিঃপ্রকাশের জন্য এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে।
সরকারি মহাবিদ্যালয়ে এই কর্মসূচির আয়োজনে বসন্তের রঙীন সাজে সেজে উঠেছে পুরো কলেজ চত্বর। এ যেন বসন্তকে আগমন জানাতে ও তার উৎসবে মেতে ওঠার আয়োজন।





