নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- এখনও লাল গ্রহ বা মঙ্গলে প্রাণের খোঁজ পাননি বিজ্ঞানীরি। তবে আগামীদিনে মঙ্গল অভিযানের মাধ্যমে ওই গ্রহে প্রাণের খোঁজ চালানো হবে। বুধবার দুর্গাপুরের সিটিসেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে আয়োজিত এক অনুষ্ঠানে এমনটাই জানালেন ইসরোর মার্স অরবিটার মিশনের পরিচালক পদ্মভূষণ প্রাপ্ত ডা. সুব্বা অরুণাম।
প্রসঙ্গত এদিন দুর্গাপুরের ডাঃ বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজের উদ্যোগে ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের নিয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়েছিলেন ডা. সুব্বা অরুণাম। সেখানে মার্স অরবিটার মিশন সহ মহাকাশ অভিযানের নানা বিষয়ে পড়ুায়েদর প্রশ্নের উত্তর দেন তিনি। পাশাপাশি ভারতের সফলতম মহাকাশ অভিযান মার্স অরবিটার মিশন নিয়ে নানা তথ্য তুলে ধরেন তিনি। তিনি বলেন , “মার্স অরবিটার মিশন অভিযানের কিছু সমস্যা থাকায় কিছু তথ্য আমাদের হাতে এলেও, অনেক কিছুই জানা যায়নি। তবে পরের মার্স অরবিটার মিশন যাতে সাফল্যের সাথে সেখানের তথ্য ইসরোর হাতে তুলে দেয় সেই নিয়ে আমাদের বিজ্ঞানীদের জোরদার গবেষণা চলছে। আমরা আশাবাদী ভবিষ্যতের মার্স অরবিটার মিশনের মাধ্যমে সেখানের সম্পূর্ণ ভৌগোলিক মানচিত্র পাওয়া যাবে।”
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডঃ বি সি রায় ইঞ্জিনিয়ারিং কলেজের ডাইরেক্টর তরুণ রায়, সত্যজিৎ বসু সহ প্রিন্সিপালরা।