eaibanglai
Homeএই বাংলায়মাতৃভাষা দিবসে দুর্গাপুরে সরকারি কলেজের উদ্যোগে বিশেষ মিছিল

মাতৃভাষা দিবসে দুর্গাপুরে সরকারি কলেজের উদ্যোগে বিশেষ মিছিল

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- আজ ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এইদিনে মাতৃভাষা বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলনরত বাঙালি ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ ছাত্র শহীদ হন। সেই শহীদদের স্মরণীয় করে রাখতে ১৯৯৯ সালে রাষ্ট্রপুঞ্জ এই দিনটিকে ভাষা দিবস হিসেবে ঘোষণা করে। তার পর থেকেই এই দিনটিকে বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচির মাধ্যমে পালন করে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালিরা।

এদিন দুর্গাপুর সরকারি কলেজের পক্ষ থেকে মাতৃভাষা দিবস উপলক্ষ্যে একটি মিছিলের আয়োজন করা হয়েছিল। মিছিলটি কলেজ থেকে শুরু হয়ে বি-ওয়ান মোড় ঘুরে আবার কলেজে গিয়ে শেষ হয়। মাতৃ ভাষা দিবস উপলক্ষ্যে বিভিন্ন সুসজ্জিত প্ল্যাকার্ড হাতে মিছিলে হাঁটেন কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকা গণ।

কলেজের অধ্যক্ষ দেবনাথ পালিত বলেন, “মাতৃভাষার জন্য যাঁরা শহীদ হয়েছিলেন তাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতেই ছাত্র ছাত্রীদের নিয়ে এই বিশেষ মিছিলের আয়োজন। এছাড়া,মাতৃভাষা ভাষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও সেই সম্পর্কে জানা ও জানানো আমাদের সামাজিক দায়বদ্ধতা। সেই দায়বদ্ধতা থেকেই এদিনের মাতৃভাষা দিবস পালন।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments