eaibanglai
Homeএই বাংলায়খনিতে বিস্ফোরণ সংক্রান্ত দুর্ঘটনা রুখতে দুর্গাপুরে বিশেষ কর্মশলা

খনিতে বিস্ফোরণ সংক্রান্ত দুর্ঘটনা রুখতে দুর্গাপুরে বিশেষ কর্মশলা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ভারত সরকারের, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের অধীনস্থ পূর্বাঞ্চলের সীতারামপুর খনি নিরাপত্তা বিষয়ক মহাপরিচালকের উদ্যোগে শুক্রবার দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে খনিতে বিস্ফোরণ সংক্রান্ত সুরক্ষা বিষয়ক একটি কর্মশালার আয়োজন করা হয়েছিল । যেখানে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগমের অধীনস্ত বীরভূমের ভাদুলিয়া এবং পশ্চিম বর্ধমানের জামুরিয়ার তারা কোলিয়ারির খনি শ্রমিকদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়।

এদিনের কর্মশালায় অংশগ্রহণ করেছিলেন দুই জেলার প্রায় ১০০ জন খনি শ্রমিক। কর্মশালায় শ্রমিকদের খনিতে সুরক্ষিত ভাবে বিস্ফোরণ ঘটানো, সুরক্ষিত ভাবে বিস্ফোর মজুত রাখা, পরিবহন করা ও হ্যান্ডলিং করার বিষয়ে পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি শ্রমিকদের ডিনামাইট চার্জের প্রশিক্ষণ দেওয়া হয়। ডিনামাইট চার্জের সময় কি কি করণীয় সেই সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করা হয়। শ্রমিকদের প্রশিক্ষণ দেন দক্ষ প্রশিক্ষকরা।

প্রসঙ্গত ঠিকঠাক প্রশিক্ষণের অভাবে খনিতে ডিনামাইট চার্জ করতে গিয়ে মৃত্যুর মুখেও পড়তে হয় বহু শ্রমিককে। চলতি বছরের ৭ই অক্টোবর বীরভূমের খয়রাশোলের ভাদুলিয়ায় কোলিয়ারিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। যাতে মৃত্য়ু হয় ৭ খনি শ্রমিকের। জখম হন বেশ কয়েকজন। তারপরেই নড়ে চড়ে বসে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম।

এদিন পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগমের জেনারেল ম্যানেজার নরেন্দ্র কুমার বলেন, “বীরভূমের ভাদুলিয়া কোলিয়ারির মতো দুর্ঘটনার পুনরাবৃত্তি যাতে ভবিষ্যতে না ঘটে সেদিকে আমাদের কড়া নজরদারি রয়েছে। তেমনি কোলিয়ারির শ্রমিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যেসব শ্রমিকরা কয়লা উত্তোলনের সময় ডিনামাইট চার্জ করে তাদের যাতে দুর্ঘটনার কবলে পড়তে না হয় সেই জন্যই আজ আমাদের বিশেষ প্রশিক্ষণ শিবির।” তিনি আশা প্রকাশ করেন এ ধরনের কর্মশালার মাধ্যমে খনিতে বিস্ফোরণের সময় দুর্ঘটনা রোধ করা যাবে। খনিগুলিতে বিস্ফোরণ জনিত দুর্ঘটনা এড়াতে আগামীদিনে নিয়মিতভাবে এই ধরণের কর্মশলারা আয়োজন করা হবে বলেও জানান তিনি।

এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগমের জেনারেল ম্যানেজার নরেন্দ্র কুমার, ভাদুলিয়া কোলিয়ারির এজেন্ট সমরেশ কুমার, তারা কোলিয়ারির এজেন্ট সঞ্জীব কুমার সহ অন্যান্য আধিকারিকরা। এছাড়াও উপস্থিত ছিলেন বারুদ প্রস্তুতকারী কোম্পানির কর্মকর্তারাও।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments