নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দফতরে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে রাজ্য প্রদেশ কংগ্রেস। দলের রাজ্য সদর দফতর বিধান ভবনে গত বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ভূমি ও ভূমি সংস্কার দফতরে দুর্নীতির বিরুদ্ধে বুধবার রাজ্য জুড়ে সংশ্লিষ্ট দফতরে বিক্ষোভের ডাক দেয়। সেই মতো বুধবার সকাল থেকে রাজ্যের জেলায় জেলায় ভূমি ও ভূমি সংস্কার দফতরে বিক্ষোভ দেখায় কংগ্রেস নেতা কর্মীরা।
সেই কর্মসূচির অনুসারে এদিন দুর্গাপুরের বিক্ষোভে সরব হন কংগ্রেস নেতা কর্মীরা এবং দুর্গাপুরে এসডিএল অ্যান্ড এলআরও অফিস ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তীর নির্দেশে দুর্গাপুরের ১ নম্বর ব্লক কংগ্রেস সভাপতি রবীন গাঙ্গুলী, ২ নম্বর সভাপতি সৌমেন বাউরী, ৩ নন্বর সভাপতি অশোক শাসমল ও জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পামলু মজুমদারের নেতৃত্বে কংগ্রেস কর্মী সমর্থকরা এই ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পরে তাঁরা এসডিএলআরও’কে স্মারকলিপি প্রদান করেন।
কংগ্রেস নেতৃত্বের দাবি রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার অফিসগুলিতে প্রশাসনের মদতে দালাল-চক্র সক্রিয়। সেখানে বেআইনি ভাবে জমির রেকর্ড বদল, সরকারি খাস জমি দখল এবং বেআইনি ভাবে বিক্রির মতো নানা দুর্নীতি হচ্ছে। এমনকি বেআইনি লেনদেনের মাধ্যমে জমির চরিত্র বদল করা হচ্ছে। যার জেরে চাষযোগ্য জমির পরিমাণ কমছে। রাজ্য জুড়ে চলা এই জমি দুর্মীতির ফলে সাধারণ মানুষ, বিশেষত নিম্নবিত্ত ও আদিবাসীরা চরম ক্ষতির মুখে পড়ছেন।