eaibanglai
Homeএই বাংলায়আসন্ন রাম নবমী এবং ঈদে সম্প্রীতি বজায় রাখতে দুর্গাপুরে কংগ্রেসের "সদ্ভাবনা যাত্রা"

আসন্ন রাম নবমী এবং ঈদে সম্প্রীতি বজায় রাখতে দুর্গাপুরে কংগ্রেসের “সদ্ভাবনা যাত্রা”

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- আসন্ন রাম নবমী এবং ঈদের উৎসবের আবহে ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে, সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের ডাক দিয়ে,পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের তরফে শনিবার বিকেলে দুর্গাপুরে “সদ্ভাবনা যাত্রা”র আয়োজন করা হয়। শহরের বেনাচিতি বাজারের পাঁচ মাথা মোড় থেকে এই যাত্রা শুরু হয়। এদিনের সদ্ভাবনা যাত্রায় জাতীয় কংগ্রেসের নেতা কর্মী সমর্থকরা ছাড়াও অংশগ্রহণ করেছিলেন দুর্গাপুরের শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ।

ধর্ম নিয়ে আরএসএস, বিজেপি ও তৃণমূল কংগ্রেসের ধর্মীয় উস্কানিমূলক ও বিভেদমূলক রাজনীতির বিরুদ্ধেই তাঁদের এই কর্মসূচি বলে জানান কংগ্রেস নেতৃত্ব। এদিন জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী,বিজেপি ও তৃণমূলের ধর্মীয় ও সাম্প্রদায়িক উস্কানিমূলক রাজনীতিকে নস‍্যাৎ করে ভারতবর্ষের মূল জাতীয়তাবাদী ধারা যা বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সমন্বয়ের কথা বলে, সেই ধরাকে অক্ষুন্ন রেখে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ভ্রাতৃত্ববোধ ও শান্তি বজায় রাখার আহ্বান জানান।

এদিনের কর্মসূচিতে জেলা কংগ্রেস সভাপতি ছাড়াও অন‍্যান‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক পামলু মজুমদার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments