নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- লোকসভা ও রাজ্যসভায় পাস হয়েছে ওয়াকফ সংশোধনী বিল। বুধবার গভীর রাতেই বিলটি পাশ হয়ে গিয়েছিল লোকসভায়। গতকাল মধ্যরাতে সংসদের উচ্চকক্ষেও পাশ হয়ে যায় বিলটি। এই বিলটি আইনে পরিণত হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সই করলেই বদলে যাবে ৭০ বছরের পুরনো আইন।
জাতীয় স্বার্থে এবং সার্বিক ভাবে মুসলিম সমাজের উন্নয়নের স্বার্থে সংশোধিত ওয়াকফ বিল আনা হচ্ছে বলে আজ রাজ্যসভায় দাবি করেছে শাসক শিবির। যদিও বিরোধীদের পাল্টা দাবি, এই বিল অসাংবিধানিক। ওয়াকফ আইনের এই সংশোধন ওয়াকফ বোর্ডের ক্ষমতাকে বেনজির ভাবে খর্ব করে দেবে বলে দাবি।
অন্যদিকে ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে পথে নেমে আন্দোলন শুরু করেছে জাতীয় কংগ্রেস। শুক্রবার পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তীর নির্দেশে পথে নেমে বিক্ষোভ দেখায় স্থানীয় কংগ্রেস নেতা কর্মী সমর্থকরা। এদিন দুর্গাপুর বেনাচিতির নঈমনগরে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। মিছিল শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুত্তলিকা পোড়ানো হয়। এই কর্মসূচিতে জাতীয় কংগ্রেসের জেলা ও ব্লক স্তরের সকল নেতৃত্ব ও কর্মী- সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।




