eaibanglai
Homeএই বাংলায়এসআইআর প্রসঙ্গে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত বিজ্ঞানীর

এসআইআর প্রসঙ্গে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত বিজ্ঞানীর

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- এসআইআর নিয়ে নাম না করে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত বিজ্ঞানী নারায়ণ চট্টোপাধ্যায়। সম্প্রতি দুর্গাপুরে অবস্থিত সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট (CSIR-CMERI) আয়োজিত এক অনুষ্ঠানে আয়ুর্বেদিক বিষয় নিয়ে আলোচনা প্রসঙ্গে ওই বিতর্কিত মন্তব্য করেন নারায়ণবাবু। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

বিশিষ্ট বিজ্ঞানী নারায়ণ চট্টোপাধ্যায়কে বলতে শোনা যায়, “কল্যাণী এমসের যা ভিড় হয় তার থেকে আমি যেখানে ডিগ্রি অর্জন করেছি স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন সেইখানে বিশেষ সম্প্রদায়ের মানুষের অনেক বেশী ভিড় হয়। তারা বিশেষত চর্ম রোগে আক্রান্ত হয়ে সেখানে আসেন। এসআইআরশুরু হয়েছে, এবার দেখবেন ধীরে ধীরে সংখ্যাটা কমে যাবে।”

তাঁর এই মন্তব্য ঘিরে শিল্প শহরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন,” অমিতবাবু আর মোদী বাবু অনেক রকম বুদ্ধি লাগাচ্ছে বাংলার মাটিতে ক্ষমতায় আসার জন্য। যতই আর্য়ুবেদিক দিয়ে এসআইআর নিয়ে বলা হোক, এসবে কোন কাজ হবে না। বাংলার মানুষ আপনাদের বিরুদ্ধে যাবে। আমার তো আশঙ্কা লাগছে বিজেপি এবার শূন্য না হয়ে যায়। আপনাদের বুদ্ধি পাকিস্তান আর চীন বর্ডারে লাগান, তাহলে অন্তত দেশটা বাঁচবে। বাংলার স্বাধীনতা শেষ করে বিদেশের হাতে বিক্রি করে দেওয়ার চক্রান্ত চলছে। “

অন্যদিকে জেলা বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন,”বিজ্ঞানী নারায়ণ চট্টোপাধ্যায় জ্ঞানী লোক যা বলেছেন জেনেশুনে বলেছেন। আমি মেডিক্যালের বিষয়ে কিছু বলতে পারবো না। তবে সাপের গর্তে কার্বলিক অ্যাসিড দেওয়ার মতো এসআইআর শুরু হওয়ার পর শয়ে শয়ে রোহিঙ্গা বাংলাদেশিরা সব বাংলাদেশে পালিয়ে যাচ্ছে। যা দেখে ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। এই বিষয়ে ওনারাই যা বলার বলতে পারবেন।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments