নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর:- ব্যক্তিগত বিবাদের জেরে দুই প্রতিবেশীর বিবাদের চরম পরিণতি। ধারাল অস্ত্র দিয়ে প্রতিবেশী মহিলাকে খুনের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল দুর্গাপুর মহকুমা আদালত।
মামলার সরকারি আইনজীবী চন্দন বন্দ্যোপাধ্যায় জানান, ঘটনাটি ঘটেছিল ২০২২ সালের ১৫ জুলাই। দুর্গাপুরের কাঁকসা থানার মুচিপাড়ার কুসুমতলা এলাকার বাসিন্দা রানা সিং রাতের ডিউটি সেরে বাড়ি ফিরে ঘুমাচ্ছিলেন। সেই সময় প্রতিবেশী মুনি মুর্মু ফোনে জোরে কথা বলায় তার প্রতিবাদ করেন রানা সিংয়ের স্ত্রী জবা সিং। বিষয়টি নিয়ে দুই প্রতিবেশীর বচসা চলাকালীন হঠাৎ রানা সিং ভোজালি নিয়ে মুনি মুর্মুর উপর চড়াও হয় ও কোপাতে থাকে। তাকে বাঁচাতে গিয়ে মুনি মুর্মুর স্বামী উত্তম মুর্মুও গুরুতর জখম হন। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে মুনি মুর্মুকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। উত্তম মুর্মু প্রাণে বেঁচে গেলেও দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
ঘটনার পর কাঁকসা থানার পুলিশ রানা সিংয়কে গ্রেফতার করে এবং খুনের মামলা দায়ের করে তদন্ত শেষে আদালতে চার্জশিট পেশ করে। দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে সাক্ষ্যপ্রমাণ ও ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে আদালত রানা সিংকে দোষী সাব্যস্ত করে। এই মামলার শুনানিতে মোট ২০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
এদিন সরকারি আইনজীবী চন্দন বন্দ্যোপাধ্যায় বলেন, দোষীর যাবজ্জীবন কারাদণ্ডের রায়ে খুশি মৃতার পরিবার।

















