eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুর গরুকাণ্ডে ধৃত মূল অভিযুক্ত

দুর্গাপুর গরুকাণ্ডে ধৃত মূল অভিযুক্ত

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- অবশেষে গ্রেফতার হল দুর্গাপুর গরুকাণ্ডের মূল অভিযুক্ত বিজেপি যুব মোর্চার নেতা পারিজাত গঙ্গোপাধ্যায়। পুলিশ সূত্রে জানা গেছে রবিবার গভীর রাতে ধানবাদের কাছে পুলিশের বিশেষ টিমের অভিযানে হাতেনাতে ধরা পড়েন পারিজাত। যদিও দুর্গাপুরের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুইয়ের দাবি পারিজাত স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন।

প্রসঙ্গত উল্লেখ্য সম্প্রতি গরু কাণ্ড নিয়ে শিল্পাঞ্চলে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ও বিতর্ক। গত ৩১ জুলাই দুর্গাপুরের জেমুয়া এলাকার বেশ কয়েকজন একটি পিকআপ ভ্যানে করে বাঁকুড়া থেকে গরু নিয়ে আসছিলেন। তাদের দাবি কৃষিকাজের জন্য ওই গরু কিনে আনা হচ্ছিল। পথে কোকওভেন থানার গ্যামন ব্রিজের কাছে তাদের গাড়ি আটকায় বিজেপির যুব মোর্চা নেতা পারিজাৎ গঙ্গেপাধ্যায়ের নেতৃত্বে বিজেপির কর্মীরা। অভিযোগ গরু পাচারের অভিযোগে গাড়ি থেকে চারজনকে নামিয়ে মারধরের পাশাপাশি কান ধরে উঠবোস ও কোমরে দড়ি বেঁধে রাস্তায় হাঁটানো হয়। ঘটনার প্রতিবাদে ওইদিনই কোকওভেন থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। তদন্তে নেমে শুক্রবারই দুই বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ। পরে আরও সাত জনকে গ্রেফতার করা হয়। যদিও অধরা ছিল মূল অভিযুক্ত।

এই গরুকাণ্ডে সঠিক তদন্তের দাবি ও অভিযুক্তদের গ্রেফতার দাবিতে সরব হন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি দুর্গাপুরের জেমুয়ায় আক্রান্তদের সাথে দেখা করে পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি বিজেপির বিরুদ্ধে সামপ্রদায়িক রাজনীতি করার অভিযোগ করেন। যদিও বিজেপি নেতৃত্ব এই ঘটনার জন্য স্থানীয় তৃণমূল নেতৃত্বকে দায়ি করে দুর্গাপুরের মাটিতে দাঙ্গা লাগানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেন ও পাল্টা আন্দলোনের হুঁশিয়ারিও দেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments