eaibanglai
Homeএই বাংলায়পুর নির্বাচনের দাবিতে দুর্গাপুরে ঘেরাও কর্মসূচি সিপিআইএমের

পুর নির্বাচনের দাবিতে দুর্গাপুরে ঘেরাও কর্মসূচি সিপিআইএমের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ-হেরে যাওয়ার ভয়ে দুর্গাপুর নগর নিগমে নির্বাচন করছে না তৃণমূল। এমনই অভিযোগে শুক্রবার দুর্গাপুর নগর নিগমের চার নম্বর বোরো অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাল সিপিআইএম কর্মী সমর্থকরা।

অভিযোগ নগর নিগমের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও কেটে গেছে দু’ছর। বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে পুরসভার ৪৩টি ওয়ার্ডের মানুষ। নির্বাচনের দাবি নিয়ে বহুবার আবেদন নিবেদন করেও লাভ হয়নি। যার ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে। বর্তমানে কোনো কাউন্সিলর না থাকায় ইনকাম সার্টিফিকেট সহ আরো বেশ কিছু সরকারী কাগজপত্রে স্বাক্ষর করাতে পারছেন না স্থানীয়রা। এর ফলে হয় বোরো অফিস নচেৎ সময় টাকা খরচ করে মানুষকে পৌঁছতে হচ্ছে নগর নিগমের অফিসে। এমনটাই দাবি সিপিআইএম নেতৃত্বের।

এদিন সিপিআইএম-এর পক্ষ থেকে দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হয় দুর্গাপুর নগর নিগমের চার নম্বর বোরো অফিসের আধিকারিকদের হাতে। এরপরও যদি একই ধারা জারি থাকে, শহর দুর্গাপুর জুড়ে ধারাবাহিক আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারী দেন জেলা সিপিআইএম নেতৃত্ব।

যদিও সিপিআইএমের এই অভিযোগ নস্যাৎ করে দিয়ে তৃণমূল নেতৃত্বের দাবি বর্তমান প্রশাসক বোর্ড সমস্ত কাজকর্ম অব্যাহত রেখেছে। মানুষজন পরিষেবা পাচ্ছে। সিপিএম কোন ইস্যু খুঁজে না পেয়ে এখন যাত্রা করতে নেমেছে বলে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল।

প্রসঙ্গত গত ২০১৭ সালে শেষ বারের জন্য নির্বাচন হয়েছিল দুর্গাপুর নগর নিগমের। ২০২২ সালে মেয়াদ শেষে প্রাক্তন মেয়র, ডেপুটি মেয়র ও তিন মেয়র পারিষদকে নিয়ে দুর্গাপুর নগর নিগমের পাঁচ সদস্যর প্রশাসক মন্ডলী গঠিত হয়। এই প্রশাসক মন্ডলীই বর্তমানে দুর্গাপুরের ৪৩ টি ওয়ার্ডের নাগরিক পরিষেবা দিচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments