নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- পুজো আসছে। আর মাস খানেক দেরি। তার পরেই শুরু হয়ে যাবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। ইতিমধ্যে পুজোর আমেজ নিয়ে শুরু হয়ে গেছে গণেশ চতুর্থীর উদযাপন। এদিকে পুজোর সময় শহরের ভিড় সামলাতে প্রস্তুতি শুরু করে দিয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। এই প্রস্তুতি পর্বের অংশ হিসেবে বুধবার গণেশ চতুর্থীর দিন এডিপিসির ডেপুটি কমিশনার অফ পুলিশ অভিষেক গুপ্তা সহ পদস্থ পুলিশ আধিকারিকরা দুর্গাপুরের নামিদামি প্যান্ডেলগুলি ঘুরে দেখলেন।
শহরের নামকরা মন্ডপগুলোর কাঠামো তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। বিগ বাজেটের পুজো গুলোয় প্রায় দিন কুড়ি আগে থেকেই মন্ডপ নির্মাণের কাজ শুরু হয়ে গিয়েছে। কোথাও কোথাও দুর্গ- উৎসবে চলবে বৃহৎ মেলাও, যাতায়াতের রাস্তা ফায়ার সিস্টেম নিরাপত্তা এইসব বিষয় দেখতেই এদিন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের একটি দল শহরের বৃহৎ পুজো কমিটি গুলোর মন্ডপ ঘুরে দেখেন।
ডেপুটি কমিশনার অফ পুলিশ অভিষেক গুপ্তা জানান, পুজো শুরু হয়ে গিয়েছে। বড় মন্ডপ গুলোর ভিড় সামলানোর জন্য সব রকমের গাইডলাইন পুজো কমিটিগুলোকে ইতিমধ্যেই করা শুরু হয়েছে। অন্যান্য নিরাপত্তা বিষয়ক সব ধরনের খুঁটিনাটি বিষয় ইতিমধ্যেই নজর রাখছে প্রশাসন। মূলত ক্রাউড ম্যানেজমেন্ট গাইডলাইন দিতেই এদিনের মন্ডপ পরিদর্শন বলে জানান তিনি।





