নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ২১ আগস্ট সকাল থেকেই বর্ষণসিক্ত ছিল শহর কলকাতা। সেই পরিবেশকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে মহাসমারোহে ‘আর্চিক’ সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে আয়োজিত হলো মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান – যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ‘ইন্দুমতি’ সভাগৃহে। অনুষ্ঠানে সংগীত পরিবেশনে অংশ নিলেন বুদ্ধদেব সেনগুপ্ত, ঋতুকণা ভৌমিক, পৃথা সরকার, কল্যাণী সিনহা, অঞ্জলি গাঙ্গুলী এবং সোমা দাস । শ্রুতি নাটক পরিবেশন করলেন অলক রায় ঘটক, চন্দন মজুমদার, মধুমিতা বসু, সাধনা রায়, শান্তনু ভৌমিক, হৈমন্তী রায় ও ইনা বাগচী। গীতিমঞ্জুরীর নিবেদন ছিল – নৃত্যগীতি আলেখ্য “বর্ষণসিক্ত চরণে মায়ের আগমন”। পাঠ্যাংশ ও সংগীতের দায়িত্ব পালন করলেন যথাক্রমে গীতালি চট্টোপাধ্যায় এবং শুভ্রজিত আদক। নৃত্য পরিবেশনে অংশ নিলেন সেবন্তী চট্টোপাধ্যায়, দ্যুতিপর্ণা দত্ত মঞ্জিরা গুপ্ত এবং মৃত্তিকা বসু। সেই সন্ধ্যার সামগ্রিক অনুষ্ঠানের মূল ভাবনা ও প্রযোজনার কৃতিত্ব অবশ্যই স্বরূপ পাল-এর।





