নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- প্রতি বৎসরের মতো এবারেও দুর্গাপুরের অন্যতম সংগীত শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংস্থা সঙ্গীতম্ এর উদ্যোগে পালন করা হলো প্রাক্-পূজা সঙ্গীত সম্মেলন। ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় দুর্গাপুর চিলড্রেন্স একাডেমি অফ কালচার এর সভাগৃহে আয়োজিত উল্লিখিত অনুষ্ঠানের শুরুতে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করেন-সঙ্গীতম্ এর কর্ণধার বিমল মিত্র, বিশিষ্ট সঙ্গীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, বিপ্লব চট্টোপাধ্যায়, সমাজসেবী সুদেব রায় সহ আমন্ত্রিত সম্মানীয় অতিথি ও ব্যক্তিবর্গ। এরপর প্রায় তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলা আসরে, মনোজ্ঞ সংগীত পরিবেশনের মাধ্যমে উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করেন সংস্থার বিভিন্ন বয়সী শিক্ষার্থী ও শিল্পীবৃন্দ। অধ্যক্ষ ও সংগীতগুরু বিমল মিত্রর কাছে বিভিন্ন সময়ে প্রশিক্ষণপ্রাপ্ত উল্লেখযোগ্য সংখ্যক শিল্পীরাও বিভিন্ন আঙ্গিকের সংগীত পরিবেশন করেন। ছিল সম্মেলক কণ্ঠে চণ্ডীপাঠ “মহিষাসুরমর্দিনী”। অংশ নেন আমন্ত্রিত সংস্থার শিল্পীরাও। সমগ্র অনুষ্ঠান পরিচালনার যাবতীয় কৃতিত্ব অধ্যক্ষ বিমল মিত্রের প্রাপ্য, যথাযথ সহযোগিতায় ছিলেন মধুমিতা মিত্র। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হৃদয় সাঁই।





