নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরে ইস্পাত ওয়েলফেয়ার ট্রাস্ট’- এর উদ্যোগে আয়োজিত হতে চলেছে দুদিন ব্যাপী বিরাট সাংস্কৃতিক উৎসব। মূলত শ্রমজীবী প্রান্তিক পরিবারগুলির শিক্ষা ও স্বাস্থ্য সহায়তার জন্য এই সাংস্কৃতিক উৎসবের আয়োজন করছে ইস্পাত ওয়েলফেয়ার ট্রাস্ট। আগামী ৫ ও ৬ জুলাই (২০২৫) শনি ও রবিবার সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে বসবে এই সাংস্কৃতিক উৎসবের আসর।
উৎসবের প্রথম দিনে দেশ কাঁপানো একটি হিন্দি নাটক এবং বর্তমান সময়ে রাজ্যের অন্যতম অতি জনপ্রিয় শিল্পীর গান পরিবেশিত হবে। সময় সন্ধ্যে ৬ টা থেকে রাত ১০ টা। দ্বিতীয় দিনে চলচ্চিত্র ও নাটকের বিখ্যাত অভিনেতা অভিনেত্রীদের অভিনীত দুটি বিখ্যাত নাটক অনুষ্ঠিত হবে। সময় দুপুর ৩ টে থেকে রাত ১০ টা।
দুদিনের এই অনুষ্ঠানের জন্য একটিমাত্র অখন্ড টিকিটের ব্যবস্থা করেছে ট্রাস্ট কমিটি, যার মূল্য ধার্য করা হয়েছে যথাক্রমে ১৫০০, ১০০০, ৮০০, ৭০০, ৫০০ টাকা।
ইস্পাত ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে শহরবাসীর কাছে এই উৎসবে অংশগ্রহণ করে শ্রমজীবী প্রান্তিক পরিবারগুলির জন্য সাহায্য়ের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।





