eaibanglai
Homeএই বাংলায়উড়ান আয়োজিত শ্রাবণ ধারা

উড়ান আয়োজিত শ্রাবণ ধারা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের সুপরিচিত সাংস্কৃতিক সংস্থা উড়ান কবিগুরু রবীন্দ্রনাথের তিরোধানের দিনটিকে স্মরণ করে এবং বর্ষাঋতুকে উপলক্ষ‍্য করে গান,আবৃত্তি, নৃত্য, পাঠ ইত্যাদির ভান্ডার সাজিয়ে মনোরম অনুষ্ঠান নিবেদন করল। উড়ানের উদ্যোগে উল্লিখিত অনুষ্ঠানটি ৯-ই আগস্ট নিবেদিত হল এ.বি.এল. রিক্রিয়েশন ক্লাবের প্রেক্ষাগৃহে। সংগীতের মাধ্যমে কবিগুরুকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন-ঋতুকনা ভৌমিক,রিয়া সিংহ,অর্ণব চট্টোপাধ্যায়,শুভম চক্রবর্তী,ঋতুপর্ণা সরকার,দেবলীনা কুন্ডু,বিশ্বায়ন রায়,কৌশিক রাউত প্রমুখ শিল্পীরা। স্বরচিত কবিতা পাঠে অংশ নিলেন রনজিত গুহ,দিশারী মুখোপাধ্যায়, হীরক বন্দ্যোপাধ্যায়,অরণ্যা সরকার,রুমা তপাদার,অশোকতরু,রাজীব ঘাঁটি প্রমুখ ২০ জন স্থানীয় কবি। শ্রুতি নাটক পরিবেশিত হলো-ক্যামেলিয়া,কথা ও কাহিনী এবং উড়ানের সভ্য-সভ্যাবৃন্দের নিবেদনের মাধ্যমে।নৃত্য পরিবেশনে অংশ নেন-সর্বানী বসু,পরমা বন্দ্যোপাধ্যায় প্রমুখ।যন্ত্রসঙ্গীতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন -প্রদীপ্ত দত্ত, বুদ্ধদেব দাস ও প্রদীপ প্রামাণিক। বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত তাঁর বক্তব্যে উড়ানের উদ্যোগের প্রশংসা এবং সংস্থার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় উল্লেখযোগ্য ভূমিকায় ছিলেন-কাকলি দাশগুপ্ত এবং রাজশেখর মুখোপাধ্যায়। উড়ানের মূল কান্ডারী সুমিত চক্রবর্তীর সক্রিয় পর্যবেক্ষণ ও অংশগ্রহণের বিষয়টিও নিঃসন্দেহে উল্লেখের দাবি রাখে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments