নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– ‘সনৎ কুমার পাল স্মারক শিল্প ও সাহিত্য চর্চা কেন্দ্র’-এর উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হল তৃতীয় বর্ষের “সনৎ কুমার পাল স্মারক সাহিত্য বাসর”। বিশিষ্ট সাহিত্যিক-চিত্রশিল্পী-প্রযুক্তিবিদ সনৎ কুমার পালের মৃত্যুর পর প্রতিবছর তাঁকে স্মরণ করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। এদিনও ছিল সেরকমই একটি অনন্য সাংস্কৃতিক সন্ধ্যা। যেখানে ‘সনৎ কুমার পাল স্মারক সম্মান’ প্রদান করা হয় বিশিষ্ট সাহিত্যিক শ্যামাপদ রায়কে।
এছাড়াও সাহিত্য বাসরে গল্পপাঠ, কবিতা পাঠ সহ নানা সাংস্কৃতিক পরিবেশনায় মনমুগ্ধকর পরিবেশে তৈরি হয়। গল্পপাঠ করেন – গৌতম গুপ্ত, সোনালী বড়ুয়া, মণিকঙ্কণা পাল সাহা এবং সনৎ বন্দ্যোপাধ্যায়। এরপর সনৎ কুমার পালের প্রকাশিত বই ‘মানুষের বাড়িঘর’ থেকে তাঁর একটি গল্প ‘নাচের বাঁদর’ পাঠ করেন সাহিত্যকর্মী এবং শ্রমিক আন্দোলনের ব্যক্তিত্ব স্বপন মজুমদার। জয়া মিত্র’র জীবন, আন্দোলন ও সাহিত্য কর্ম সম্পর্কে দু-চার কথা বললেন কবি-গল্পকার মৌ সেন। এরপর সাহিত্যিক এবং পরিবেশ আন্দোলন কর্মী জয়া মিত্র ‘বাঁকের মুখে সময় : লেখকের সাহিত্য ভাবনা’ বিষয়ের অনবদ্য বক্তব্যে দর্শক-শ্রোতাদের মোহিত করেন। এরপর ছিল আবৃত্তি পাঠ। পরিবেশন করলেন শিল্পী সোনালী সাধু। সম্পূর্ণ অনুষ্ঠানটি সমন্বয়ের দায়িত্বে ছিলেন সৌরভ দত্ত।
দুর্গাপুরের বহু গুণী শিল্পী, সাহিত্যিক, পরিবেশ আন্দোলন কর্মী এবং সমাজকর্মী আজকের এই মনোজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

















