নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বৃহস্পতিবার দুপুরে দামোদরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে চাঞ্চল্য ছড়ায়। দামোদরের বিসর্জন ঘাট সংলগ্ন এলাকায় স্থানীয়রা মৃতদেহটি ভাসতে দেখেন। প্রত্যক্ষদর্শীরা জানান মৃতদেটি ফুলে ফেঁপে উঠেছে। মৃতদেহে পরনে ছিল জিনসের প্যান্ট, জামা, জ্যাকেট। এমনকি মৃত ব্যক্তির প্যান্টের পকেট থেকে কিছু টাকা পয়সাও পাওয়া যায়।
স্থানীয়রা মৃতদেহটি দেখতে পেয়ে কোকওভেন থানায় খবর দেয়। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জানায় নদের যে অংশে দেহ ভাসছে সেটি বাঁকুড়ার বড়জোড়া থানার অন্তর্গত। পরে বড়জোড়া থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যা পাঠায়।

অন্যদিকে সূত্র মারফত জানা যাচ্ছে মৃত ব্যক্তি দুর্গাপুরের ইস্পাত নগরীর তান সেনের বাসিন্দা সিদ্ধার্থ মুখার্জি। যদিও তিনি এলাকায় লক্ষণ নামেই অধিক পরিচিত ছিলেন। তিনি বেনাচিতি বাজারের চন্দন জুয়েলার্স নামক স্বর্ণালংকার বিপনীতে ম্যানেজার পদে কর্মরত ছিলেন। সুদর্শন চেহারার অধিকারী লক্ষণবাবুকে এলাকার সকলে অত্যন্ত মৃদুভাষী ও মিশুকে স্বভাবের মানুষ বলেই চেনেন। এলাকার বিভিন্ন মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানে অবাধ যাতায়াত ছিল তাঁর। প্রায় প্রতিদিন ভোর বেলায় তাঁকে চন্ডীদাস বাজারে দেখা যেত পূজার সামগ্রী কিনতে। তাঁর একটি পুত্র সন্তান রয়েছে, বর্তমানে সে ডিএভি মডেল স্কুলের পড়ুয়া।





