নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- লাগাতার বৃষ্টির কারণে দুর্গাপুর ব্যারাজ থেকে অতিরিক্ত মাত্রায় জল ছাড়ছে ডিভিসি। তার মধ্যেই দামোদরে চলছে মা দুর্গা বিসর্জনের পালা। সেচ দফতর জানিয়েছে, নদের জলস্তর নিয়ন্ত্রণে রাখতে নির্ধারিত হারে জল ছাড়া হচ্ছে। ব্যারেজের দুটি ক্যানেল থেকেও পর্যায়ক্রমে জল ছাড়া হচ্ছে।
অন্যদিকে প্রতিমা নিরঞ্জন ঘিরে দামোদর নদ সংলগ্ন এলাকায় তৈরি হয় উৎসবের আমেজ। নিরঞ্জন দেখতে একাদশীর বিকেলে ব্যারেজ সংলগ্ন এলাকায় উপচে পড়ে দর্শনার্থীদের ভিড়। একদিকে জলে পরিপুর্ণ দামোদর নদ, প্রবল বেগে চলছে জল ছাড়া, মেঘলা আকাশ, অন্যদিকে ঘাটে প্রতিমা নিরঞ্জনের পালা! সব মিলিয়ে এদিন প্রকৃতির এক অপরূপ নৈসর্গিক রূপ উপভোগ করেন শিল্পাঞ্চলের মানুষ।





