নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- পশ্চিম বর্ধমান অ্যাসোসিয়েশন অফ ডেফ অ্যান্ড ডাম-এর উদ্য়োগে রবিবার দুর্গাপুর পুর নিগমের প্রেক্ষাগৃহে উদযাপিত হল নারী দিবস। যেখানে গুণী নারীদের সম্বর্ধিত করা হয়। পাশাপাশি আয়োজন করা হয়েছিল একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের। যেখানে ভাষাহীন প্রাণবন্ত কিশোর কিশোরীদের নৃত্য় গীতি পরিবেশনা সকলের মন ছুঁয়ে যায়। এদিনের অনুষ্ঠানে দুর্গাপুরের বাইরে থেকেও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মূক ও বধির মানুষ জন অংশগ্রহণ করেছিলেন।
এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখার্জী। তিনি জানান বহুদিন ধরেই তিনি এই সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। তাদের যে কোনো প্রয়োজনে সাহায্য়ের হাত বাড়িয়ে দেন। এদিনের অনুষ্ঠানের মাধ্যমে ওঁরা প্রমাণ করল কথা বলতে না পারলেও ওঁরা অন্যদের থেকে কোনো অংশে কম নয়।
সংগঠনের সদস্য দুর্গাপুরের বাসিন্দা কিশোরী অর্পিতা সুর জানায়, তাঁর মা ও বাবা দুজনেই মূক ও বধির। তাই মূক ও বধির মানুষজনের পাশে দাঁড়াতে তাদের এগিয়ে নিয়ে যেতে এই সংগঠন তৈরি করেছেন তাঁরা। এই কাজে মা বাবা ছাড়াও তাকে সাহায্য় করে তার ছোট বোন। সারা বছর মূক ও বধির মানুষজনকে নিয়ে নানা ধরণের অনুষ্ঠান করে থাকেন তাঁরা।





