সংবাদদাতা,দুর্গাপুরঃ- প্রয়াত হলেন দুর্গাপুর নগর নিগমের প্রথম বোর্ডের সিপিএম পুরমাতা দেবকী পূর্তি (৫৮)। শারীরিক অসুস্থতার কারণে বিধাননগরের একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বৃহস্পতিবার সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিন তাঁর মরদেহ দুর্গাপুর নগর নিগম ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানান নগর নিগমের প্রশাসকমণ্ডলীর ভাইস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদব , নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম সহ নগর নিগমের আধিকারিক ও কর্মীরা। উপস্থিত ছিলেন সিপিএম কর্মী সমর্থকরাও। তাঁরাও শেষ শ্রদ্ধা জানান।
ধর্মেন্দ্র যাদব বলেন, “উনি ৩৮ নম্বর ওয়ার্ডের প্রথম পুরমাতা ছিলেন। অত্যন্ত কাজের মানুষ ছিলেন। ওনার মৃত্যুতে আমরা সত্যিই শোকাহত।” সিপিএম নেতা শ্যামা ঘোষ বলেন, “দেবকী কর্মনিষ্ঠ পুরমাতা ছিলেন। ওর প্রয়াণে আমরা গভীর শোকাহত।”


















