eaibanglai
Homeএই বাংলায়শহরের দূষণ নিয়ন্ত্রণের দাবিতে কংগ্রেস শ্রমিক সংগঠনের স্মারকলিপি

শহরের দূষণ নিয়ন্ত্রণের দাবিতে কংগ্রেস শ্রমিক সংগঠনের স্মারকলিপি

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- শহরের বুক চিড়ে চলে গেছে জাতীয় সড়ক। এছাড়াও শহর ও সংল্গন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সরকারি রাষ্ট্রায়ত্ত থেকে বেসরকারি ছোট বড় একাধিক কারখানা। ফলে দুর্গাপুর শিল্পাঞ্চলে দূষণের অভিযোগ দীর্ঘদিনের। সম্প্রতি শীতের মরশুমে শহরের বায়ু দূষণের মাত্রা দিল্লির দূষণকেও পিছনে ফেলে দিয়েছিল। অভিযোগ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নজরদাদির অভাব ও অবহেলার জেরেই কারখানা গুলো অতিমাত্রায় দূষণ ছাড়াচ্ছে। এমনকি রাতের দিকে নজরদারি না থাকায় কারখানাগুলি দূষণের রোধের জন্য নির্দিষ্ট ফিল্টার ব্যবহার করে না বলেও অভিযোগ।

এই পরিস্থিতি শহরের সাধারণ মানুষের নাভিঃশ্বাস উঠছে। তারই প্রতিবাদে ও বায়ু দূষণ নিয়ন্ত্রণের দাবিতে বুধবার দুর্গাপুরের পশ্চিম বর্ধমান আই এন টি ইউ সি’র পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল বার করা হয়। মিছিল শেষে এদিন সিটিসেন্টারে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের অফিসে একটি স্মারকলিপিও প্রদান করা হয়।

এদিনের কর্মসূচির নেতৃত্ব দেন পশ্চিম বর্ধমান জেলা আই এন টি ইউ সি’র সভাপতি সুভাষ সাহা ও প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি তরুণ রায়,দুর্গাপুর পশ্চিম বিধানসভা আই এন টি ইউ সির সভাপতি রবীন চ্যাটার্জী। এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর সেলের সম্পাদিকা দেবযানী দাস, দুর্গাপুর পূর্ব বিধানসভা আই এন টি ইউ সির সভাপতি রাজেশ পাসওয়ান, ডি.এস.টি.পি.এস (ডিভিসি) কন্ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি শ্রী দীপ্ত দে, এ এস পি ঠিকা মজদুর কংগ্রেসের সহ সভাপতি শ্রী স্বপন কুণ্ডু,সম্পাদক শ্রী কানাই বসাক,সাংগঠনিক সম্পাদক মনোজিত চক্রবর্তী, রানীগঞ্জ বিধানসভা আই.এন.টি.ইউ.সি’র সাধারণ সম্পাদক জামালউদ্দিন মিঞা, ডি এম সি ক্যাজুয়াল সাফাই কর্মচারী ইউনিয়নের সম্পাদক উজ্জ্বল রুইদাস, দুর্গাপুর সাবডিভিশন হসপিটাল ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষে রাজা বাউরি ও শশীকান্ত বাউরি সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments