নিজস্ব সংবাদদাতাঃ– বাংলা চলচ্চিত্র খাদানের প্রচারে দুর্গাপুরে হাজির টলিস্টার দেব। সঙ্গে ছিলেন খাদানে তাঁর সহ অভিনেতা বলি-টলি তারকা যীশু সেনগুপ্ত সহ আরও এক ঝাঁক টলি তারকা। বৃহস্পতিবার শহরের প্রাণকেন্দ্র সিটিসেন্টারের জংশন মলে একটি অনুষ্ঠানে হাজির হয়ে তাঁর ছবির প্রচার করেন দেব। খাদানের গানের তালে নাচার পাশাপাশি খাদানের ডায়লগ বলে দর্শকের মন জয় করেন তিনি।
প্রসঙ্গত আগামী ২০ ডিসেম্বর পেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বাংলা সিনেমা খাদান। ইতিমধ্যে মুক্তি পেয়েছে খাদানের টিজার। গোটা ছবি জুড়েই যে ধুন্ধুমার অ্যাকশনে দেবকে দেখা যাবে, তা টিজার দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে । পাশাপাশি দেবকে দেখা গেছে যিশুকে বাইকের পিছনে বসিয়ে গোটা কয়লা খনি দাপিয়ে বেড়াতে। দেব ভক্তদের আশা এই ছবিতে আবার তারা পুরনো দেবকে ফিরে পাবেন।
দুর্গাপুরের সঙ্গে খাদান ছবির নিবিড় সম্পর্ক রয়েছে বলে এদিন জানান অভিনেতা দেব। তিনি বলেন, “খাদান ছবিক শুটিং প্রথম দুর্গাপুর থেকেই শুরু হয়েছিল, দুর্গাপুরে মাস দুয়েক থেকে আমরা শুটিংটা কমপ্লিট করেছিলাম। যখনই বেঙ্গল টুরের কথাটা আমাদের মাথায় আসে তখনই আমরা বলেছিলাম দুর্গাপুর থেকে শুরু করতে চাই, তাই জন্যই আমরা এখানে।”
এদিন দেব, যীশু সহ একাধিক টলি তারকাকে দেখতে জংশন মলে মানুষের ভিড় উপচে পড়ে। যা সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে।